বিজয়ের দিনে সোনার মেয়ে মাবিয়া-রেশমা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১৬ , ১০:১৬ পিএম


বিজয়ের দিনে সোনার মেয়ে মাবিয়া-রেশমা

বিজয়ের দিনে এলো আরো একটি বিজয়। এশিয়ান কাতার কাপ ভারত্তোলনে স্বর্ণ জিতে এ দিনে বাংলাদেশকে খুশির জোয়ারে ভাসালেন মাবিয়া আক্তার সিমান্ত ও রেশমা আক্তার।

বিজ্ঞাপন

৪ দিনব্যাপী দোহায় হওয়া ভারত্তোলন প্রতিযোগিতায় শুক্রবার ৬৩ কেজি ওজন শ্রেণিতে মাবিয়া এবং ৫৩ কেজি ওজন শ্রেণিতে রেশমা এ স্বর্ণ জিতেছেন। 

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও ভারত্তোলন ফেডারেশনের অজান্তে গেলো মঙ্গলবার তারা খেলায় অংশ নিতে কাতার যান। এসময় তাদের সফরসঙ্গী ছিলেন ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক উইং কমান্ডার (অব.) মহিউদ্দিন আহমেদ, এনএসসির দু’কোচ শাহরিয়া সুলতানা সূচী ও ফারুক সরকার কাজল।

বিজ্ঞাপন

এর আগে সাউথ এশিয়ান (এসএ) গেমসে মাবিয়া স্বর্ণ ও রেশমা আক্তার ব্রোঞ্জ জয় করেন।

একই দিনে (বিজয় দিবস) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে  শ্রীলঙ্কার গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সিঙ্গাপুরকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশের যুবারা।

এমসি/ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission