হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে ৩ ম্যাচ সিরিজের শেষ টি-২০তে রোববার স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে খেলা শুরু সকাল ৮টায়।
পরাজয়ের আবর্তে দেয়ালে পিঠ ঠেকে গেছে টাইগারদের। ওয়ানডেতে হোয়াইটওয়াশ হবার পর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণেও একই দশা হুঙ্কার দিচ্ছে মাশরাফি বাহিনীকে।আগের মাঠেই খেলা হওয়ায় অনুমিত কন্ডিশনকে ব্যবচ্ছেদের সুযোগ পাচ্ছেন সাকিব-তামিমরা। শেষ পর্যন্ত কি তারা তা করতে সক্ষম হবেন? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দেশের ক্রিকেটবোদ্ধা-সমর্থকদের মনে।
শেষ টি-২০তে বিশ্রাম দেয়া হতে পারে পেস সেনসেশন মুস্তাফিজুর রহমানকে।পিঠে সামান্য ব্যথা অনুভব করছেন তিনি। তার জায়গায় দলে ঢুকতে পারেন আরেক পেসার তাসকিন আহমেদ।এছাড়া আগের দলের সবাই থাকছেন।
বিপরীতে ফুরফুরে মেজাজে স্বাগতিক শিবির। টাইগারদের বিপক্ষে কখনো টি-২০তে না হারার রেকর্ড অক্ষুণ্ন রাখার বাসনা উইলিয়ামসন বাহিনীর মনে।তা সত্বেও টেস্ট সিরিজকে সামনে রেখে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দিতে পারে কিউইরা। চোটের কারণে লুক রঞ্চির জায়গায় সুযোগ পেতে পারেন নতুন মুখ টম ব্লান্ডেল।
ডিএইচ