সেমিতে ফেদেরার-ভেনাস

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭ , ০৯:১৪ পিএম


সেমিতে ফেদেরার-ভেনাস

অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের সেমিফাইনালে উঠলেন রজার ফেদেরার, স্ট্যানিসলাস ভাবরিঙ্কা, ভেনাস উইলিয়ামস ও কোকো ভ্যান্ডেভেগি।

বিজ্ঞাপন

মেলবোর্ন পার্কের রড ল্যাভার অ্যারেনায় জার্মান তারকা মিশচা জেরেভকে সরাসরি ৬-১, ৭-৫ ও ৬-২ গেমে হারান সুইস তারকা রজার ফেদেরার। দ্বিতীয় সেটে প্রতিরোধ গড়লেও বাকি দু’সেটে জেরেভকে দাঁড়াতেই দেননি ১৭টি গ্র্যান্ডস্ল্যামের মালিক ফেদেরার।

ফরাসি তারকা জো-উইলফ্রেড সোঙ্গাকে সরাসরি ৭-৬, ৬-৪ ও ৬-৩ গেমে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছেন আরেক সুইস তারকা স্ট্যানিসলাস ভাবরিঙ্কা। সেমিফাইনালে স্বদেশী ফেদেরারের মুখোমুখি হবেন তিনি।

বিজ্ঞাপন

নারী এককে রাশিয়ার আনাস্তাসিয়া পাবলিচেঙ্কোভাকে সরাসরি ৬-৪ ও ৭-৬ গেমে হারান মার্কিন তারকা ভেনাস উইলিয়ামস। আর স্পেনের গ্যাব্রিনে মুগুরুজাকে ৬-৪ ও ৬-৪ গেমে গুড়িয়ে দিয়ে প্রথমবারের মতো কোনো গ্রান্ডস্ল্যামের সেমিফাইনালে উঠেছেন মার্কিন বাছাই কোকো ভ্যান্ডেভেগি।

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission