তামিমের ৩০০
প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ত্রিপল সেঞ্চুরি করলেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) পূর্বাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে রেকর্ডটি গড়লেন ড্যাশিং এই ওপেনার।
রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে লাঞ্চ ব্রেকের কিছুক্ষণ পরে ইতিহাসের পাতায় নিজের নাম লেখান তামিম।
ইনিংসটি খেলতে ৪০৭ বলে মোট ৪০টি বাউন্ডারি হাঁকিয়েছেন বাম-হাতি এই ব্যাটসম্যান।
১৩৫ ওভার পর্যন্ত ২ উইকেট হারিয়ে মধ্যাঞ্চলের সংগ্রহ দাঁড়িয়েছে ৫১১ রান।
তামিমের সঙ্গে বর্তমানে ক্রিজে রয়েছেন ১৬২ বলে ৫২ রান করা ইয়াসির আলী রাব্বি।
তামিম ছাড়া প্রথম শ্রেণীর ক্রিকেটে একজনই ৩০০ রানের মাইলফলক ছুঁয়েছেন। ২০০৬-০৭ মৌসুমে ৩১৩ রানে অপরাজিত ছিলেন রকিবুল হাসান।
প্রায় ১০ বছর পর ২০১৭-১৮ মৌসুমে ত্রিপল সেঞ্চুরির খুব কাছে এসেও হার মানতে হয় নাসির হোসেনকে। ২৯৫ রানের ইনিংস খেলে বিদায় নেন ডান-হাতি এই ব্যাটসম্যান।
২০১২-১৩ মৌসুমে মার্শাল আইয়ুব থেমেছিলেন ২৮৯ রানে। অন্যদিকে এক মৌসুম পরেই ২৮২ রানের ইনিংস খেলেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। সব শেষ ২০১৭-১৮ মৌসুমে লিটন দাসের ব্যাট থেকে ২৭৪ রানের ইনিংস এসেছিল।
ওয়াই
মন্তব্য করুন