২০১৭ শুধুই ক্রিকেটের

আরটিভি অনলাইন ডেস্ক

শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০১৭ , ০৪:২১ পিএম


২০১৭ শুধুই ক্রিকেটের

২০১৫ সাল স্বপ্নের মতোই পার করেছিল বাংলাদেশ।দেশের মাটিতে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে ধবলধোলাই করে টাইগাররা। ২০১৬ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজ শেষে প্রায় ৮ মাস বিরতির পর সেপ্টেম্বরে দেশের মাটিতেই আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেন মাশরাফিরা। আফগানরা থাকতে থাকতেই ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট খেলতে আসে ইংল্যান্ড। এরপর প্রায় ১ মাস বিপিএলের ব্যস্ততা। ডিসেম্বরের শেষার্ধে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরের জন্য দেশ ত্যাগ করেন টাইগাররা। ২০১৬ সালটা আন্তর্জাতিক ম্যাচ খরাতে গেলেও ২০১৭ সালটা যেনো বাংলাদেশের জন্য শুধুই ক্রিকেটের।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩টি ওয়ানডে, ৩টি টি-২০ ও ২টি টেস্ট খেলে আসছে ২৫ জানুয়ারি দেশে ফিরে মাত্র কয়েকদিনের ব্যবধানেই ১টি ২ দিনের প্রস্তুতি ম্যাচ ও ১টি টেস্ট খেলতে এখন ভারতে টাইগাররা।

১৪ ফেব্রুয়ারি ভারত থেকে ফিরে ২টি টেস্ট, ২টি টি-২০ ও ৩টি ওয়ানডে খেলতে ২৭ ফেব্রুয়ারি টাইগারবাহিনী যাবে শ্রীলঙ্কা। ১২-২৪ মে কিউই ও আইরিশদের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলতে তারা যাবে আয়ারল্যান্ড। এ সফর শেষেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ১ জুন ইংল্যান্ডে যেতে হবে বাংলাদেশকে।

বিজ্ঞাপন

এরপর জুলাইয়ে পাকিস্তান আসার কথা বাংলাদেশে। আগস্টে বকেয়া টেস্ট সিরিজ খেলতে আসার কথা অস্ট্রেলিয়ারও।

শোনা যাচ্ছে, পাকিস্তান বাংলাদেশে আসার জন্য শর্ত জুড়ে দিয়েছে। যদি বিসিবি ২ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে টাইগারদের পাকিস্তানে পাঠায়, তবে তারা বাংলাদেশে আসবে। কিন্তু এমন কিছু শোনেননি বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান।

চ্যাম্পিয়নস ট্রফির পর এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে আছে দক্ষিণ আফ্রিকা সফর। ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ২টি টি-২০ খেলতে বাংলাদেশের এ সফর। এরপর দেশে ফিরেই নভেম্বর-ডিসেম্বরে বিপিএল।

বিজ্ঞাপন

কে/ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission