যে ধরণের বিজ্ঞাপন সরিয়ে দিচ্ছে ফেসবুক-ইনস্টাগ্রাম

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১ , ০৭:৩৬ পিএম


যে ধরণের বিজ্ঞাপন সরিয়ে দিচ্ছে ফেসবুক-ইনস্টাগ্রাম

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক ও ইনস্টাগ্রাম এবার বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে নতুন নীতিমালা করেছে।

বিজ্ঞাপন

‘সংবেদনশীল’ বিষয়ে বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করেছে ফেসবুক, ইনস্টাগ্রাম। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এক ব্লগ পোস্টে বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেসবুক ও ইনস্টাগ্রামে সংবেদনশীল বিষয়ে বিজ্ঞাপন দেওয়া যাবে না।  

মেটা প্ল্যাটফর্মসের প্রোডাক্ট মার্কেটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট গ্রাহাম মাড ওই ব্লগ পোস্টে জানান, তারা জাতি/নৃগোষ্ঠী, ধর্মীয় মতামত, রাজনৈতিক বিশ্বাস, যৌন অভিযোজন, স্বাস্থ্য এবং বিভিন্ন ‘সংবেদনশীল’বিষয়কে টার্গেট করে দেওয়া বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে।

বিজ্ঞাপন

২০২২ সালের জানুয়ারি থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারে কোনো ধরনের ‘সংবেদনশীল’ বিজ্ঞাপন দেওয়া যাবে না বলেও জানান তিনি।

গ্রাহাম মাড বলেন, এই ধরনের টার্গেট করে দেওয়া বিজ্ঞাপন সংখ্যালঘিষ্ঠ গোষ্ঠীর জন্য বাজে অভিজ্ঞতা বয়ে আনতে পারে বলে আমরা মনে করি।পাশাপাশি বিশেষজ্ঞরাও এ বিষয়ে হুশিয়ারি দিয়েছেন।

বিজ্ঞাপন থেকে ফেসবুকের আয় প্রায় ২৮.২ বিলিয়ন মার্কিন ডলারের মতো। তাই ‘সংবেদনশীল’ বিজ্ঞাপন বন্ধের এই সিদ্ধান্ত প্রতিষ্ঠানটির জন্য এক প্রকার কঠিনই ছিল।

বিজ্ঞাপন

এমএন/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission