ভারতের মিডিয়াকে ‘সার্কাস’ বললেন সোনাক্ষী

আরটিভি নিউজ

শুক্রবার, ০৯ মে ২০২৫ , ০৯:৫১ পিএম


সোনাক্ষী সিনহা
ছবি: সংগৃহীত

ভারতীয় সংবাদমাধ্যমে যেকোনো ঘটনাকে তিলকে তাল বানানো নতুন কিছু নয়। সেই সাথে স্বাভাবিক ঘটনাকে অতিরঞ্জিত করে প্রচার করার মতো অভিযোগও আছে। এ ছাড়াও ভারতের সংবাদমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার কিংবা প্রোপাগান্ডার অভিযোগও রয়েছে। আর তা নিয়ে সাধারণ দর্শক থেকে শুরু করে তারকারাও বিরক্ত।  

বিজ্ঞাপন

ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা ও সামরিক সংঘর্ষ বাড়ার প্রেক্ষাপটে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ভারতীয় টেলিভিশন সংবাদমাধ্যমের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। শুক্রবার (৯ মে) ইনস্টাগ্রামে দেওয়া এক স্টোরিতে তিনি ভারতীয় সংবাদচ্যানেলগুলোর সামরিক অভিযানের নাটকীয় ও আতঙ্কজাগানিয়া প্রচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। শুধু তাই নয়, সংবাদের তথ্য ও ভাষায় অতিরঞ্জিত শব্দ প্রয়োগ, তথ্য বিভ্রাটের মতোও অভিযোগ করেছেন এই অভিনেত্রী। এবার তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা।  

অপারেশন সিঁদুর নামে পাকিস্তানে চালানো ভারতের এই হামলা নিয়ে বলিউডের তারকারা নিজ দেশের সেনা-সরকারদের বাহবা দিচ্ছেন। কিন্তু সোনাক্ষীকে কিচছুটা ব্যতিক্রমী অবস্থান নিতে দেখা গেল। ক্ষোভ উগরে ভারতীয় গণমাধ্যমের সমালোচনা করে সামাজিকমাধ্যমে নানা কথা লিখেন। ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোর খবর পরিবেশনের পদ্ধতিকে সরাসরি ‘সার্কাস’ বলেন  সোনাক্ষী। 

বিজ্ঞাপন

SONAKHI_POST

পোস্টে সোনাক্ষী লিখেন, ‘অতিনাটকীয় সব দৃশ্য আর একনাগাড়ে শব্দের ঝংকার, লোকজনের চিৎকার আর শুধুই চিৎকার… এসব দেখে আমি ক্লান্ত! আপনারা কী করছেন? তথ্য বিকৃত না করে নিজের কাজটা করুন শুধু। ঈশ্বরের দোহাই, যুদ্ধের খবরকে চাঞ্চল্যকর করে তোলা আর মানুষের মধ্যে আতঙ্কের আবহ সৃষ্টি করা থেকে বিরত থাকুন। সংবাদের নামে আবর্জনা প্রচার বন্ধ করুন।’

উল্লেখ্য, সোনাক্ষীর এই মন্তব্যের কয়েক ঘণ্টা আগেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি আনুষ্ঠানিক পরামর্শ জারি করে। এতে গণমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে সামরিক অভিযান, সেনা মোতায়েন এবং কৌশলগত সিদ্ধান্তের রিয়েল-টাইম বা লাইভ সম্প্রচার থেকে বিরত থাকতে বলা হয়।

বিজ্ঞাপন

মন্ত্রণালয় সতর্ক করে জানায়, এ ধরনের সম্প্রচার জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে পারে, সেনা সদস্যদের বিপদে ফেলতে পারে এবং শত্রুপক্ষের হাতে গুরুত্বপূর্ণ তথ্য তুলে দিতে পারে। পরামর্শনামায় কারগিল যুদ্ধ, ২৬/১১ মুম্বাই হামলা এবং কান্দাহার বিমান ছিনতাইয়ের মতো অতীত ঘটনার উল্লেখ করে তা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানানো হয়। তবে সোনাক্ষীর এই পোস্ট ঘিরে ভারতীয় গণমাধ্যমের দাবি, এই ধরনের খবর সম্প্রচারের ফলে যে দেশের সেনারা বিপদে পড়তে পারে তারই ইঙ্গিত অর্থে এই পোস্ট করেছেন অভিনেত্রী। 

বিজ্ঞাপন

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission