বাংলাদেশের মুক্তিযুদ্ধকে রামের লঙ্কা জয়ের সঙ্গে তুলনা করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর। ভারতের উত্তরাখণ্ড প্রদেশের পৌরি গাঢ়ওয়ালে অনুষ্ঠানে গেলো শনিবার এ মন্তব্য করেন তিনি।
মনোহর পারিকর বলেন, লঙ্কা জয় করে রাম তা বিভীষণকে দিয়েছিলেন, বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রেও ভারত তাই করেছে।
তিনি আরো বলেন, কোনো দেশকে দখল বা হস্তগত করার কোনো পরিকল্পনা নেই ভারতের। আমরা কারো কোনো ক্ষতি করতে চাই না। তবে কেউ আমাদের ক্ষতি করতে চাইলে সমুচিত জবাব দেয়া হবে।
সম্প্রতি পাকিস্তান শাসিত কাশ্মিরে ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নিয়ে মন্তব্য করতে গিয়ে বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে আসেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী।
এফএস/