কিউআর কোড দিয়ে অভিনব প্রতারণা!

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:৩৭ পিএম


কিউআর কোড দিয়ে অভিনব প্রতারণা!
ছবি: সংগৃহীত

কিআর কোডের মাধ্যমে প্রতারণা দিন দিন বেড়েই চলছে। এমনি এক ঘটনা ঘটেছে ভারতের কলকাতা শহরের পার্ক সার্কাসের এক রেস্টুরেন্টে। কিআর কোডের মাধ্যমে প্রতারণার করে ১ লাখ টাকা আত্মসাৎ করেছে রেস্টুরেন্টের দুই কর্মী। 

বিজ্ঞাপন

এ ঘটনায় অভিযুক্ত ক্যাশিয়ার ও এক পরিচারককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন প্রসেনজিৎ মাইতি (পরিচারক) ও শেখ গোলাম নবি আজাদ (ক্যাশিয়ার)।

কয়েক মাস আগেই প্রসেনজিৎ এই রেস্টুরেন্টে কাজ শুরু করেছিল। আর গোলাম নবি দীর্ঘদিন ধরে ক্যাশিয়ার পদে কর্মরত ছিল।

বিজ্ঞাপন

তদন্তে জানা গেছে, তারা মূলত টার্গেট করত অনলাইন পেমেন্টকারী গ্রাহকদের। ক্রেতারা খাবারের বিল দেওয়ার জন্য কিউআর কোড স্ক্যান করলে, সেই টাকা রেস্টুরেন্টের অফিসিয়াল অ্যাকাউন্টে না গিয়ে ক্যাশিয়ারের ব্যক্তিগত অ্যাকাউন্টে চলে যেত।

পরিচারক প্রসেনজিৎ প্রথমে বিল সংগ্রহ করত এবং অনলাইন পেমেন্টের অনুরোধ পেলে ক্যাশিয়ারের কাছে যেত। ক্যাশিয়ার গোলাম নবি নিজের ব্যক্তিগত কিউআর কোড স্ক্যান করার জন্য প্রসেনজিতের মাধ্যমে গ্রাহকদের নিজের কাছে নিয়ে আসতেন। এই কৌশলে বিগত কয়েক মাসে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় তারা।

সম্প্রতি আর্থিক বছরের শেষে হিসাব মেলাতে গিয়ে রেস্টুরেন্টের মালিকরা দেখেন, আয়ের হিসাবে বিশাল গরমিল। সন্দেহ হওয়ায় ক্যাশিয়ারকে জেরা করা হলে প্রথমে সে অস্বীকার করে। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদ ও শারীরিক হেনস্থার পর সে স্বীকার করে নেয়।

বিজ্ঞাপন

আরটিভি/এএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission