বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি) ২০২৫-এ জায়গা করে নিয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মার্স রোভার টিম, প্রজেক্ট আলতাইর! প্রথমবারের মতো প্রতিযোগিতায় অংশ নিয়েই তারা দেখিয়েছে চমকপ্রদ দক্ষতা, যেখানে ১১৪টি দলের কঠোর প্রতিদ্বন্দ্বিতার মধ্য থেকে মাত্র ৩৬টি দল ফাইনালের জন্য নির্বাচিত হয়েছে।
এই অসাধারণ অর্জনের পেছনে রয়েছে প্রজেক্ট আলতাইর টিমের প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম এবং একাগ্র প্রচেষ্টা। এবার চূড়ান্ত প্রতিযোগিতার জন্য দলটি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ইউটাহর মঙ্গল মরুভূমি গবেষণা কেন্দ্রে (MDRS) পাড়ি জমাবে, যেখানে তাদের রোভার ‘মুসাফির ২.০’ ফাইনাল রাউন্ডে শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য লড়াই করবে।