ঢাকাশুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

আরটিভি নিউজ  

বুধবার, ১৮ জুন ২০২৫ , ০২:৩৮ পিএম


loading/img
হোয়াটসঅ্যাপ

সারাবিশ্বে প্রতিনিয়ত কোটি কোটি মানুষ ব্যবহার করছেন হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের সুবিধার জন্য একের পর এক ফিচার নিয়ে আসছে তারা। বিশ্বব্যাপী জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে এবার যুক্ত হচ্ছে বিজ্ঞাপন। মেটার মালিকানাধীন এই অ্যাপটিতে প্রথমবারের মতো ব্যবহারকারীরা অ্যাপের ভেতরেই স্পনসর্ড কনটেন্ট দেখতে পাবেন।

বিজ্ঞাপন

নতুন এই বিজ্ঞাপন মডেলের আওতায় আরও চালু করা হয়েছে তিনটি ফিচার—

  • চ্যানেল সাবস্ক্রিপশন,
  • প্রোমোটেড চ্যানেল
  • স্ট্যাটাসে বিজ্ঞাপন।

তবে ব্যবহারকারীদের আশ্বস্ত করে মেটা জানিয়েছে, ব্যক্তিগত চ্যাট, গ্রুপ বার্তা বা কলের ভেতর কোনোভাবেই বিজ্ঞাপন দেখানো হবে না।

হোয়াটসঅ্যাপ ব্লগ পোস্টে বলা হয়েছে, ‘আমরা দীর্ঘদিন ধরেই বলছি, এমন একটি ব্যবসায়িক মডেল তৈরি করতে চাই, যা ব্যক্তিগত চ্যাটে বিঘ্ন না ঘটায় এবং আমরা বিশ্বাস করি, আপডেটস ট্যাবের মধ্যেই এসব নতুন ফিচার সবচেয়ে ভালোভাবে কাজ করবে।’

নতুন ফিচারের আওতায় ব্যবহারকারীরা চ্যানেল সাবস্ক্রিপশনের মাধ্যমে মাসিক ফি দিয়ে পছন্দের চ্যানেলের এক্সক্লুসিভ আপডেট পাবেন। সেই সঙ্গে, প্রোমোটেড চ্যানেলগুলো দেখা যাবে এক্সপ্লোর সেকশনে, যা চ্যানেল অ্যাডমিনদের কনটেন্টের ভিউ বাড়াতে সাহায্য করবে।

বিজ্ঞাপন

বর্তমানে হোয়াটসঅ্যাপে দৈনিক ব্যবহারকারী সংখ্যা ১৫০ কোটি, যা এই বিজ্ঞাপন মডেলকে বিশাল সম্ভাবনার দিকে নিয়ে যাচ্ছে।
সূত্র: বিবিসি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |