মোবাইল থেকে ছবি চুরি করছে যে অ্যাপ, সতর্ক থাকুন এখনই

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ০৯:২৭ এএম


মোবাইল থেকে ছবি চুরি
ছবি: কৃত্রিম বুুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা ছবি

বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। বিনোদন, ব্যাঙ্কিং, যোগাযোগ সবই এখন হাতের মুঠোয়। তবে স্মার্টফোন ব্যবহারের সুবিধার পাশাপাশি কিছু বিপদও করছে। বিশেষ করে কিছু বিপজ্জনক অ্যাপ, যেগুলো চুপিসারে আপনার ব্যক্তিগত তথ্য ও ছবি চুরি করছে।

বিজ্ঞাপন

সম্প্রতি প্রযুক্তি বিশেষজ্ঞরা হুঁশিয়ার করছেন এক নতুন ম্যালওয়ার অ্যাপ সম্পর্কে, যার নাম ‘স্পার্ককিট্টি’। এই অ্যাপটি দেখতে সাধারণ একটি ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত অ্যাপের মতো হলেও এটি একটি ছদ্মবেশী ম্যালওয়ার। ডাউনলোড করার পরই এটি ব্যবহারকারীর স্মার্টফোনে থাকা ছবি চুরি করতে শুরু করে তা আপনি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হোন বা আইফোন।

আপনার ফোনে নজরদারি চলছে কি না, বুঝবেন যেভাবে: ফোনের ব্যাটারি অস্বাভাবিকভাবে দ্রুত শেষ হয়ে যাচ্ছে? সতর্ক হন।

বিজ্ঞাপন

অ্যান্ড্রয়েড ফোনে: যান Settings > Privacy > Permission Manager

দেখে নিন কোন অ্যাপগুলো ক্যামেরা, মাইক্রোফোন, গ্যালারি বা লোকেশন ব্যবহারের অনুমতি পেয়েছে।

আইফোনে: যান Settings > Privacy

বিজ্ঞাপন

ক্যামেরা, মাইক্রোফোন, Photos বা Location Services-এ কোন অ্যাপ কী অনুমতি পেয়েছে তা খতিয়ে দেখুন।

বিজ্ঞাপন

Wi-Fi রাউটার চেক করুন: কোনো অচেনা ডিভাইস বা অস্বাভাবিক লগইন রয়েছে কি না তা দেখে নিন।

আরও পড়ুন

মনিটরিং টুল খুঁজুন: অনেক সময় ম্যালওয়ার রিমোট সার্ভারের সঙ্গে যুক্ত থাকে। Wireshark-এর মতো টুল দিয়ে নেটওয়ার্ক ট্রাফিক মনিটর করতে পারেন। যদি আপনি ইতিমধ্যে ‘স্পার্ককিট্টি’ অ্যাপটি ইন্সটল করে থাকেন, তাহলে দ্রুত সেটি আনইনস্টল করে দিন এবং ফোন স্ক্যান করে নিরাপত্তা নিশ্চিত করুন। 

আরটিভি/এসকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission