'নীতিগতভাবে আমরা এক' স্লোগান সামনে রেখে হয়ে গেলো চলচ্চিত্র শিল্পীদের মিলনমেলা ও মতবিনিময়। এ উপলক্ষে সাজানো হয়েছিল বিএফডিসির ১ নম্বর শুটিং ফ্লোর। দুপুর থেকেই সিনিয়র ও নবীন শিল্পীদের পদচারণায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল ।
এতে শরীক হন সিনিয়র অভিনেতা এটিএম শামসুজ্জামান, সোহেল রানা, অঞ্জনা, রোজিনা, নূতন, পপি, নাদের চৌধুরী, বাপ্পারাজ, রিয়াজ, সম্রাট, সাইমন সাদিক, রুবেল, রেসি, সিমলা, ডন, পূর্ণিমা, দিলারা, সোহানা, প্রবীর মিত্র, আমান রেজাসহ অনেকেই।
শিল্পীদের নিয়ে এ মিলনমেলার আয়োজন করেন জনপ্রিয় খলঅভিনেতা মিশা সওদাগর ও চিত্রনায়ক জায়েদ খান।
অভিনেতা জায়েদ খান বললেন, আজকের এ মিলনমেলায় সিনিয়র শিল্পীসহ এ প্রজন্মের শিল্পীরাও এসেছেন। আমরা সবসময় চলচ্চিত্র ও শিল্পীদের পাশে রয়েছি। সেজন্য আমাদের যা করতে হয়, করবো। চলচ্চিত্র ও চলচ্চিত্র শিল্পী বাঁচলে আমাদের সংস্কৃতি বাঁচবে। চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে বিভিন্ন আন্দোলনে অংশ নিয়েছি। বিশেষ করে অশ্লীল চলচ্চিত্র বন্ধ, ভিডিও পাইরেসি বন্ধ, ভারতীয় চলচ্চিত্র এদেশের প্রেক্ষাগৃহে মুক্তি বন্ধের দাবি জানিয়ে আন্দোলন করছি। এছাড়া দুস্থ শিল্পীদের পাশে থেকেছি। এবার দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণের আয়োজন করেছি।’ সামনে আমাদের আরো অনেক পরিকল্পনা আছে। সবাই এক হয়ে হাতে হাতে রেখে কাজ করে যাবো। সবার দোয়া ও ভালোবাসা থাকলে ইনশাল্লাহ পারবো।
মিলনমেলা শেষে শিল্পীরা স্বল্প আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
এইচএম/এসজেড