• ঢাকা শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
logo
সাঁথিয়ায় অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত
পাবনার সাঁথিয়া-চব্বিশ মাইল আঞ্চলিক সড়কের মহিলা মাদরাসার পাশে ব্যাটারি চালিত অটো ভ্যানের ধাক্কায় হিদান (৬) নামে এক শিশু নিহত হয়েছে।  শুক্রবার( ১৫ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাঁথিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আফসার আলী মুন্সী। স্থানীয়রা জানান, নিহত হিদানকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। হিদান পিপুলিয়া গ্রামের আলমাছ কাজীর ছেলে। এ সময় তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হিদানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। বিকেল ৩টার দিকে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ষোষণা করেন।  আরটিভি/এমকে
৫ ঘণ্টা আগে

ভিক্ষুকদের মাঝে ব্যাটারিচালিত অটোভ্যান বিতরণ
টাঙ্গাইলের বাসাইলে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে ব্যাটারিচালিত অটোভ্যান বিতরণ করা হয়েছে।  মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার পাঁচজনের মাঝে এসব ভ্যান বিতরণ করা হয়। জেলা প্রশাসক শরীফা হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভ্যানগুলো বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লী হামিদ, বাসাইল থানার (ওসি) জালাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর-ই-লায়লা, ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বিজু, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান মিয়া, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন প্রমুখ। অনুষ্ঠানে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপজেলার ময়থা গাছপাড়া এলাকার মানিয়া বেগম, নাইকানিবাড়ী এলাকার জোসনা বেগম, কাঞ্চনপুর ঢংপাড়া এলাকার আনোয়ারা বেগম, কাশিলের রোমেনা বেগম ও কাউলজানীর মান্দারজানী এলাকার শামছুলকে ব্যাটারিচালিত অটোভ্যান দেওয়া হয়। এ সময় বিক্রির জন্য প্রত্যেককে ভ্যানবোঝাই করে বিভিন্ন প্রকার সবজি দেওয়া হয়। আরটিভি/এমকে-টি
১২ নভেম্বর ২০২৪, ১৫:০৪

বাসচাপায় অটোভ্যানচালকসহ নিহত ২
গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় অটোভ্যানের চালক ও যাত্রী দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার আঞ্চলিক সড়কের সাকোয়া মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার খামার টেংগরজানি গ্রামের তাহের মিয়ার ছেলে অটোভ্যানের যাত্রী রেজাউল মিয়া (৪০) এবং পলাশবাড়ি উপজেলার হোসেনপুর ইউনিয়নের করতোয়া পাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে অটোভ্যানচালক রুবেল মিয়া। স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশবাড়ী থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা জান্নাত পরিবহনের একটি বাস গাইবান্ধার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বাসটি সাকোয়া মাঝিপাড়া এলাকায় আসলে যাত্রীসহ একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে অটোভ্যানচালক রেজাউল মিয়া ও যাত্রী রুবেল মিয়া ঘটনাস্থলেই মারা যান। বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বলেন, দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের নামপরিচয় পরিচয় পাওয়া গেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ছাড়া ঘাতক বাসটিকেও আটক করা হয়েছে।
২৮ আগস্ট ২০২৪, ১৩:০১

চালককে খুন করে অটোভ্যান ছিনতাই
সিরাজগঞ্জের রায়গঞ্জে কছিম উদ্দিন (৫০) নামের এক অটোভ্যানচালককে কুপিয়ে হত্যা করে ভ্যানটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ জুলাই) সকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের গোতিথা গ্রামের আঞ্চলিক সড়কের পাশ থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। কছিম উদ্দিন নিমগাছী গ্রামের শফিকুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় রক্তাক্ত মরদেহটি দেখে পুলিশে খবর দেয় স্থানীরা। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) বিনয় কুমার জানান, ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কছিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করে অটোভ্যান ছিনিয়ে নেওয়া হয়। তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
০২ জুলাই ২০২৪, ১৯:২৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়