• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির দায়ে গণপিটুনিতে যুবক নিহত
ঠাকুরগাঁওয়ে গনপিটুনিতে রুবেল নামে এক মোটরসাইকেল চোরের মৃত্যু হয়েছে।  বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে জেলার হরিপুর উপজেলার যাদুরানী বাজারে এ ঘটনা ঘটে।  রুবেল জেলার পীরগঞ্জ উপজেলার পাটুয়াপাড়া গ্রামের খলিলের ছেলে। হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, সকালে যাদুরানী বাজারে মুদি দোকানদার আব্দুল মালেক তার মোটরসাইকেলটি দোকানের সামনে রেখে দোকানের তালা খুলছিলেন। এ সময় মোটরসাইকেল চোর রুবেল মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। দোকানদারের চিৎকারে আশপাশের লোকজন এসে রুবেলকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়।  ওসি আরও বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। রুবেলের নামে একাধিক চুরির মামলা রয়েছে। আরটিভি/এমকে/এস
৬ ঘণ্টা আগে

নাটোরে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১
নাটোরের নলডাঙ্গায় মাছ চোর সন্দেহে গণপিটিুনিতে আব্দুল মান্নান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাতে উপজেলার কাসোবাড়িয়া-রামশারকাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (২০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) মনোয়ার জাহান। নিহত আব্দুল মান্নান নলডাঙ্গা উপজেলার সমসখলসি গ্রামের মরহুম আয়েন উদ্দিনের ছেলে। এ বিষয়ে নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) মনোয়ার জাহান বলেন, ‘রোববার দিবাগত রাতে উপজেলার মোমিনপুর এলাকায় চোরের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী মসজিদের মাইকে ঘোষণা দিলে চোরের দল সেখান থেকে পালিয়ে যায়। পরে চোরের দলটি রাত সাড়ে ১২টার দিকে একই উপজেলার কাসোবাড়িয়া-রামশারকাজীপুর এলাকায় জাহিদ হোসেন ও আফজাল হোসেনের লিজ নেওয়া পুকুরে জাল ফেলে মাছ চুরির সময় গ্রামবাসী তাদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে গেলেও আব্দুল মান্নানকে ধরে গ্রামবাসী গণপিটুনি দেয়।’ ওসি আরও বলেন, ‘গণপিটুনিতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মান্নান। এ অবস্থায় তারা পুকুর মালিক রামশারকাজীপুর গ্রামের আফজাল-জাহিদকে খবর দিলে তারাও ঘটনাস্থলে আসেন। পরে তারা ঘটনাস্থল থেকে মান্নানকে নিয়ে যান এবং তাকে স্থানীয় ইউপি সদস্য জাহিরুল ইসলামের হেফাজতে দেন। পরে ওই ইউপি সদস্য অসুস্থ অবস্থায় আব্দুল মান্নানকে তার স্বজনদের কাছে হস্তান্তর করেন। রাতেই তার স্বজনরা নাটোর সদর হাসপালে তাকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ সদর হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’  পাশাপাশি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।  আরটিভি/এমকে
২০ জানুয়ারি ২০২৫, ১৭:২১

যশোরের অভয়নগরে ঘাট নিয়ে দ্বন্দ্ব, সাবেক কাউন্সিলর খুন
ঘাট নিয়ে দ্বন্দ্বে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউদ্দীন পলাশকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন উত্তেজিত জনতা। শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় পৌর এলাকার আয়কর অফিসের পেছনে একটি পরিত্যক্ত ভবন থেকে সাবেক কাউন্সিলরকে মৃত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ওসি এমদাদুল করিম। খুনের শিকার পলাশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। প্রায় দুই দশক আগে পলাশের বাবা ইব্রাহিম হাসান সরদারও ঘাট নিয়ে বিরোধে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। এ বিষয়ে ওসি এমদাদুল করিম বলেন, নওয়াপাড়া নৌ বন্দরের একটি ঘাটকে কেন্দ্র করে স্থানীয় বিএনপিকর্মী রইচ উদ্দীনের সঙ্গে তার পূর্ববিরোধ ছিল। সেই বিরোধের জেরে রইচ শনিবার রাতে পলাশকে আয়কর অফিসের পেছনে একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায়। এরপর তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পলাশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে স্থানীয়রা রইচকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। তিনি আরও বলেন, রইচকে আটক দেখিয়ে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আর পলাশের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আরটিভি/এমকে
২৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৪১

ঢাকায় গণপিটুনিতে ছিনতাইকারী নিহত
রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু স্কয়ার মার্কেটের সামনে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতনামা (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা পল্টন থানা উপপরিদর্শক (এসআই) সুব্রত পাল জানান, আমরা খবর পেয়ে বঙ্গবন্ধু স্কয়ারের সামনে থেকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আনার পর কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, ওই যুবক মোবাইল নাকি অন্য কিছু ছিনতাই করেছিল প্রাথমিকভাবে সেটি জানা যায়নি। আমি খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি। এ ঘটনায় জড়িত কাউকেই এখন পর্যন্ত আটক করা হয়নি। আরটিভি/একে
১৬ ডিসেম্বর ২০২৪, ০১:০৩

যশোরে হত্যা মামলার আসামিকে গণপিটুনি, পুলিশে সোপর্দ
যশোরের চৌগাছায় রাবেয়া বেগম হত্যা মামলার প্রধান আসামি তামিম হোসেন (২৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে শহরের সবজি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন চৌগাছা থানার ওসি পায়েল হোসেন।  তামিম উপজেলার বাঘারদাড়ি গ্রামের তাজউদ্দিনের ছেলে। জানা যায়, রোববার সন্ধ্যায় উপজেলার বাঘারদাড়ি গ্রামের রাবেয়া খাতুন নামে এক গৃহবধূ নিখোঁজ হন। নিখোঁজের দুদিন পর মঙ্গলবার প্রতিবেশী তামিমদের বাড়ির একটি ডোবা থেকে রাবেয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী রবিউল ইসলাম তামিম, তার বাবা তাজ উদ্দিন ও চাচা জসিম উদ্দিনকে আসামি করে মামলা করেন। দুপুরে চৌগাছা সবজি বাজারে তামিমকে দেখতে পেয়ে স্থানীয়রা গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়। এ বিষয়ে চৌগাছা থানার ওসি পায়েল হোসেন বলেন, তামিম রাবেয়া হত্যার প্রধান আসামি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি দুই আসামি পলাতক। তাদের আটকে অভিযান চলমান রয়েছে। আরটিভি/এমকে
১৩ ডিসেম্বর ২০২৪, ২৩:০০

মৌলভীবাজারে বাড়িতে ডাকাতি, গণপিটুনিতে একজন নিহত
মৌলভীবাজারের কমলগঞ্জে চা বাগান এলাকায় এক ইউপি মেম্বারের বাড়িতে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে আলাল মিয়া নামের এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় গণপিটুনিতে আরও ২ ডাকাত গুরুতর আহত হন। শনিবার রাত ৪টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের নুরজাহান চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (২৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আখনজি। নিহত আলাল মিয়ার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকায়। আহতরা হলেন- ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুল মালেক ওরফে প্রকাশ মালেক (৪১) এবং শ্রাবণ মিয়ার ছেলে জসিম মিয়া। তারা পুলিশ হেফাজতে রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে ইউপি মেম্বার সালেহ আহমদের বাড়িতে ১০ থেকে ১৫ জনের একদল ডাকাত হানা দেয়। এ সময় ডাকাতদের উপস্থিতি টের পেয়ে চা বাগানের পাগলা ঘণ্টা বাজালে চা শ্রমিকরা ঘেরাও করেন। সেসময় ডাকাতরা স্থানীয় জনতার ওপর হামলা করতে এগিয়ে গেলে স্থানীয়রা তাদের ধরে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলে ডাকাত আলাল মিয়ার মৃত্যু হয়। বাকিরা পালিয়ে যান। রোববার ভোরে রক্তের ছাপ দেখে চা বাগানের ভেতর থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য দুজনকে তীরবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ জানায়, সকাল ৯টায় কমলগঞ্জ সদর ইউনিয়নের ফুলবাড়ি চা বাগানের সেকশন থেকে হাতের কব্জি কাটা অবস্থায় জসিম মিয়াকে আটক করে থানায় সোপর্দ করেন স্থানীয় চা শ্রমিকরা। কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আখনজি বলেন, গুরুতর আহত দুজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আরটিভি/এমকে
২৪ নভেম্বর ২০২৪, ২৩:৪৯

গণপিটুনিতে সাবেক শ্রম প্রতিমন্ত্রীর ভাগনে নিহত
খুলনায় গণপিটুনিতে আওয়ামী লীগ সরকারের সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের ভাগনে নিহত হয়েছেন।  সোমবার (৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ। এদিন সোমবার সকাল সোয়া ১০টার দিকে নগরের দৌলতপুর আঞ্জুমান মসজিদ সড়কে এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত শেখ আরিফুজ্জামান রূপম (৩৪) আওয়ামী লীগের সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের মেজো বোন নার্গিস বেগমের ছেলে। তার পিতা নগরের আঞ্জুমান সড়কের শেখ কামাল উদ্দিন বাচ্চু। সোমবার ভোর থেকে সকাল ১০ পর্যন্ত খুলনা নগরের দৌলতপুরের আঞ্জুমান রোড এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় আরিফুজ্জামান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন স্থানীয় লোকজন তাকে ধরে গণপিটুনি দেয়। এরপর যৌথ বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, রূপমের বিরুদ্ধে মাদকসহ চারটি মামলা রয়েছে। ২০২২ সালের ২৪ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দৌলতপুর থেকে ১৮টি ইয়াবা বড়িসহ তাকে গ্রেপ্তার করেছিল। এর আগে ২০১৪ সালের ৭ ডিসেম্বর দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রাম থেকে আরিফুজ্জামানসহ দুজনকে ৩৯৫টি ইয়াবা বড়িসহ আটক করেছিল র‌্যাব। হাসপাতাল সূত্রে দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলাম জানান, ‘তারা জানতে পেরেছেন আরিফুজ্জামান গণপিটুনির শিকার হয়েছিলেন। ঘটনার একপর্যায়ে যৌথ বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, আওয়ামী লীগের সময় তার বিভিন্ন কর্মকাণ্ড ও ভূমিকায় গণরোষ তৈরি হয়েছিল। সেটারই বোধ হয় বহিঃপ্রকাশ ঘটেছে। তারা বিষয়টি তদন্ত করার পর কীভাবে কী হয়েছে, জানতে পারবেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলার প্রক্রিয়া চলছে। নিহতের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে আছে বলে জানান মো. শহিদুল ইসলাম। আরটিভি/এসএপি
০৫ নভেম্বর ২০২৪, ০৯:০৪

দেবহাটায় ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত ১
এবার সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এক ব্যক্তি গিণপিটুনিতে নিহত হয়েছেন। শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলার নলতা ইউনিয়নের খালিষাখালী গ্রামে ডাকাত সন্দেহে কামরুল ইসলাম (৪৮) নামে ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেন এলাকাবাসী। ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়েছে। নিহত কামরুল ইসলাম (৪৮) খলিষাখালী গ্রামের বকর গাজীর ছেলে। স্থানীরা জানান, শুক্রবার (১ নভেম্বর) ভোর ৫টার দিকে সেনাবাহিনী খলিষাখালীর মৎস্যঘেরে অভিযান পরিচালনা করেন। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে বোমা ফাটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে কয়েকজন ডাকাত। সে সময় স্থানীয়রা ডাকাত কামরুলকে আটক করে গণপিটুনি দেয়। এতে তার মৃত্যু হয়েছে। তবে নিহতের স্ত্রী মর্জিনা খাতুন বলছেন, চেয়ারম্যান আজিজুল ইসলামের লোকজন তাকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করেছে। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মাদ বলেন, ৫ আগস্টের পরে আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি হওয়ার সুযোগে খলিষাখালীতে ভূমিদস্যুরা এবং ডাকাতরা ঘের দখল করে মহড়া দিতে থাকে। সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেয়ে বিভিন্ন স্থানে অস্ত্র উদ্ধারে নামে। শুক্রবার ভোর ৫টার দিকে খলিষাখালিতে অভিযান চালায় সেনাবাহিনী। পরে সেনাবাহিনীর সদস্যরা জানান, গণপিটুনিতে কয়েকজন আহত হয়েছে। পরে সখিপুর হাসপাতালে কামরুল নামের এক ব্যক্তির মৃত্যু খবর পেয়েছি আমরা। সাতক্ষীরা সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, খলিষাখালীর আকরাম, গফুর ও কামরুল নামের ডাকাতদের কাছে অস্ত্র রয়েছে এমন খবরে সেনাবাহিনী অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয় প্রায় শতাধিক মানুষও তাদের সঙ্গে ছিলন। অভিযানের খবর পেয়ে ডাকাতরা বোমা ফাটাতে থাকলে স্থানীয়রা কামরুল ডাকাতকে মারপিট করে। অভিযানে থাকা সেনাসদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। ঘটনাস্থল থেকে ১৫ টি হাত বোমা, ৩০টি ছোট হাতবোমাসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়েছে। নলতা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম বলেন, ‘আমার লোকজন সেখানে যায়নি। শুনেছি গণপিটুনিতে একজন মারা গেছেন।’ আরটিভি/এমকে 
০১ নভেম্বর ২০২৪, ২৩:৫২

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি দিয়ে অটোচালককে হত্যা
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে ছাব্বির হোসেন (১৮) নামের এক অটোচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বুধবার (১৭ অক্টোবর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ছাব্বির টঙ্গীর দত্তপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে। তিনি অটোরিকশা চালাতেন। নিহতের স্বজনরা জানিয়েছেন, সাব্বির প্রতিদিন বিকেলে অটোরিকশা নিয়ে বের হয়ে উপার্জন শেষে রাত ১১টার মধ্যে ঘরে ফিরে যেতেন। প্রতিদিনের ন্যায় গতকাল বুধবারও বিকেল ৪টার দিকে বাসা থেকে অটোরিকশা নিয়ে বের হন। রাত সাড়ে ১০টার দিকে দত্তপাড়া দিঘীরপাড় থেকে তিনজন যাত্রী নিয়ে অটোরিকশাযোগে টঙ্গী পূর্ব থানার দিকে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে হকের মোড় কোকলা গেইটের সামনে পৌঁছামাত্র আটক চার জনসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন উশৃঙ্খল জনতা ছিনতাইকারী সন্দেহে অটোরিকশার যাত্রী ও চালকের পথরোধ করে পিটুনি দিতে থাকে। এ সময় কৌশলে দুই যাত্রী পালিয়ে গেলেও ফেঁসে যান অটোচালক সাব্বির ও যাত্রী মেজবাহ। তাদের দুজনকে বেঁধে বেধড়ক পিটুনি দেয় জনতা। এতে তারা গুরুতর আহত হয়ে পড়লে রাত সাড়ে ১১টার দিকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল এনে কৌশলে পালিয়ে যায় জনতা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছাব্বিরের মৃত্যু হয়। তবে তার সঙ্গে থাকা যুবককে হাসপাতালে পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।  এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমদ বলেন, আমরা ঘটনাটি খতিয়ে দেখছি। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে। মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আরটিভি/এসএপি-টি
১৭ অক্টোবর ২০২৪, ১৫:৪৬

চাঁদপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবককে নিহত
চাঁদপুরের ফরিদগঞ্জে চুরি ও পরকীয়ার অভিযোগে গণপিটুনিতে মো. রাকিব হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে রায়পুরের কাজির চর এলাকায় চুরির অভিযোগে স্থানীয়দের গণপিটুনির শিকার হয়ে মৃত্যু হয় তার। শুক্রবার (১১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ হানিফ সরকার। নিহত রাকিব উপজেলার চর দুঃখিয়া পূর্ব ইউনিয়নের দক্ষিণ আলোনিয়া গ্রামের আবুল বাশারের ছেলে। রাকিব এক সন্তানের জনক।  এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে আল আমিন নামে একজনের একটি ছোট টিনের ঘরে রাকিব ঘুমিয়েছিল। রাত আনুমানিক সোয়া ১ ঘটিকায় আল আমিনসহ ১০ থেকে ১২ জন যুবক চোর ধরেছি বলে চিৎকার করেন। একই সঙ্গে তাকে মারধর করা হয়। তাদের চিৎকার শুনে আশেপাশের বিপুল সংখ্যক লোকজন সেখানে যায়। পরে গণপিটুনিতে তার মৃত্যু হয়।  চর দুঃখিয়া পূর্ব ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জিল্লুর রহমান বলেন, ‘রাকিব বৃহস্পতিবার গভীর রাতে কাজিরচর এলাকায় চুরি করতে যায়। সেখানে আশপাশের লোকজন টের পেয়ে তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে মুমূর্ষু অবস্থায় রাস্তায় ফেলে রাখে। খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গ্রামপুলিশ আব্দুল মান্নানকে দিয়ে সিএনজিযোগে হাসপাতালে পাঠানো হয়।’ এ দিকে রাকিবের বাবা আবুল বাসার বলেন, ‘আমার ছেলে বৃহস্পতিবার কোনো চুরি করে নাই। সে আল আমিনের ঘরে ঘুমিয়ে ছিলো। ঘুম থেকে উঠিয়ে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আমার ছেলের হত্যার বিচার চাই।’  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নুসরাত জাহান বলেন, ‘রাকিব নামের ওই যুবককে দুপুর ১২টার সময় জরুরি বিভাগে আনার আগেই তার মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন স্থানে জখম ও মাথায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।’ এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ হানিফ সরকার বলেন, ‘রাকিবের নামে ফরিদগঞ্জ থানায় তিনটি চুরির মামলা রয়েছে। এছাড়া রাকিব কিছুদিন আগে একজন প্রবাসীর স্ত্রীকে পরকীয়া সম্পর্কের জেরে নিয়ে গিয়েছিলো। এ সকল ঘটনার প্রেক্ষিতে এলাকার লোকজন তার ওপর ক্ষিপ্ত ছিলো। এর ধারাবাহিকতায় রাকিবকে গণপিটুনি দেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’ আরটিভি/এমকে
১১ অক্টোবর ২০২৪, ২৩:১৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়