• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo
রণবীরের সঙ্গে মাহিরার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, যেভাবে সামাল দেন অভিনেত্রী
অনেক সময় ঘনিষ্ঠ মুহূর্তের ছবি বা ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হওয়ায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েন তারকারা। প্রায় নয় বছর আগে এমনই এক পরিস্থিতির শিকার হয়েছিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।  ওই সময় ভীষণ ভেঙে পড়েছিলেন মাহিরা। সম্পতি ভারতীয় গণমাধ্যমে অভিনেত্রী জানালেন, সেই সময়টা কিভাবে সামাল দিয়েছিলেন তিনি।     জানা গেছে, বছর ৯ আগে শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে ‘রইস’সিনেমা করার পর ভারতে ব্যাপক জনপ্রিয়তা পান মাহিরা। কিন্তু পর পর এমন কিছু ঘটনা ঘটে যায় যে, বলিউডে আর ছবি করে ওঠা হয়নি তারর। যার মধ্যে সব থেকে বিতর্কিত ছিল রণবীরের সঙ্গে মাহিরার ধূমপানের ভিডিও। সঙ্গে নজরে আসে অভিনেত্রীর পিঠে কামড়ের দাগ।  ঊরি হামলার পর পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা আরোপিত হয় ভারতে। ফলে শিল্পীদের ভারতে এসে কাজ করার পথ বন্ধ হয়ে যায়। একই সময় রণবীরের সঙ্গে ওই ছবি প্রকাশ্যে আসায় আরও যেন ভেঙে পড়েছিলেন মাহিরা।  সেই ধূমপানের ছবিটি নাকি নিউইয়র্কে তোলা। একটি হোটেলের বাইরে একান্ত যাপন করছিলেন রণবীর-মাহিরা। অভিনেত্রীর পরনে সাদা পিঠ খোলা জামা, এলোমেলো চুল। অন্যদিকে রণবীরের পরনে ছিল ট্র্যাক প্যান্ট ও টি-শার্ট। হোটেলের বারান্দায় ধূমপান করছেন দুজনে। তবে এই ছবিতে সবার নজর কাড়ে মাহিরার পিঠে কামড়ের দাগ। আর সেই নিয়ে শুরু হয় নানান জল্পনা।  এ প্রসঙ্গে মাহিরা বলেন, ছবি নিয়ে মানুষের সমালোচনায় ভেঙে পড়েছিলাম আমি। বুঝতে পারছিলাম না কীভাবে সামাল দেব। একটা সময় রাতভর কেঁদে কাটিয়েছি। সময়টা কঠিন ছিল আমার জন্য। কিন্তু আমি সেই সময়টা একা পার করার সিদ্ধান্ত নিয়েছিলাম। অভিনেত্রী আরও বলেন, সেই বছরটা অদ্ভুত একটা সফরের মধ্য দিয়ে গেছে। একে আমার বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটে, তার পর ছেলেকে একা হাতে মানুষ করছি। ওদিকে প্রতিবেশী দেশের পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা। সব মিলিয়ে বড্ড কঠিন ছিল সময়টা। তবে সেভাবে কাউকে বুঝতে দিইনি। সেই ঘটনার পর অনেকগুলো বছর কেটে গেছে। দ্বিতীয়বার ঘর বেঁধেছেন মাহিরা। রণবীরও এখন সংসারী।   আরটিভি/এইচএসকে  
১৮ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৯

শাহরুখের চুমুতে নায়িকার আপত্তি থাকায় পরিবর্তন করা হয় যে দৃশ্য
বলিউড অভিনেতা শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করা যেন অনেকের কাছেই স্বপ্নের মতো। ব্যতিক্রম নন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানও। ইতোমধ্যে পূরণও হয়েছে অভিনেত্রীর সেই স্বপ্ন। বলিউড ক্যারিয়ারে নিজের প্রথম সিনেমাতেই শাহরুখের সঙ্গেই জুটি বেঁধেছেন তিনি। শাহরুখ-মাহিরা অভিনীত সিনেমার নাম ‘রইস’। তবে এর শ্যুটিং নিয়ে ভীষণ ভয় পেতেন মাহিরা। একে তো শাহরুখের সঙ্গে অভিনয়, আবার রয়েছে চুমুর দৃশ্যও। ব্যাপারটা রীতিমতো অভিনেত্রীর জন্য শঙ্কা সৃষ্টি করে ‘জালিমা’ গানে। মূলত এই গানের শুরু থেকেই বেশ ভয়ে ছিলেন মাহিরা। কারণ, গানটিতে শাহরুখের সঙ্গে চুম্বনের দৃশ্য ছিল তার। যদিও পরবর্তীতে সেই দৃশ্যটি পরিবর্তন করা হয়।  এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে মাহিরা জানিয়েছিলেন, তিনি এমন কিছু চাননি যা সীমা অতিক্রম করে। যেমন, গানে চুমুর যে দৃশ্য ছিল, সেই শটটি দিতেও নারাজ ছিলেন তিনি। শুধু তাই নয়, এ বিষয়ে আবার শাহরুখকে সতর্কও করেন মাহিরা। বিষয়টি নিয়ে শাহরুখকে সরাসরি তিনি বলেছিলেন, ‘তুমি আমায় চুমু খেতে পারো না। এমন কিছু করা ঠিক নয় যা পর্দায় অতিরিক্ত দেখায়।’  চুম্বনের দৃশ্যে নায়িকার আপত্তি থাকায় ‘জালিমা’ গানের সেই দৃশ্যের জন্য মাহিরা ও শাহরুখের কী করা উচিত তা নিয়ে ব্যাপক চিন্তায় পড়ে যান নির্মাতারা। অবশেষে স্থির হয়, অন্তত নাকে-নাকে চুম্বনের দৃশ্য থাকবে সিনেমায়।  প্রসঙ্গত, বলিউডে ‘রইস’ সিনেমায় অভিনয় করে বশে প্রসংশা কুড়িয়েছিলেন মাহিরা। কিন্তু ২০১৬ সালের উরি হামলার পর এবং উভয় দেশের শিল্পীদের অন্য দেশে কাজ করার ওপরে নিষেধাজ্ঞা দেওয়ার পর বাধাগ্রস্ত হয় অভিনেত্রীর বলিউড ক্যারিয়ার। সূত্র: টিভি নাইন 
০৬ জুলাই ২০২৪, ১৫:০৩

স্বামীর যে স্বভাবে বিরক্ত মাহিরা খান
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। গেল বছরের ১ অক্টোবর দীর্ঘদিনের প্রেমিক সলিম করিমকে বিয়ে করেছেন তিনি। এখনও বিয়ের ৬ মাস পূর্ণ হয়নি এই অভিনেত্রীর। বর্তমানে স্বামীকে নিয়ে সুখে দিন কাটালেও তার কিছু স্বভাবে ভীষণ বিরক্ত তিনি।  সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে একটি সাক্ষাৎকারে বিবাহিত জীবন নিয়ে কথা বলেন মাহিরা। আর সেখানেই অভিনেত্রী জানান, স্বামীর কয়েকটি স্বভাবে ভীষণ বিরক্ত তিনি।    মাহিরা খান বলেন, আমার স্বামী তার মনোভাব প্রকাশ করতে পারে না। তার এই স্বভাবকে ঘৃণা করি এবং সহ্যও করি। সে সবময়ই গান শুনতে ভালোবাসে। অনেক সময় হয়তো আমি গান শুনতে পছন্দ করি না। তখন সে গান বন্ধ করে দেয়। আসলে বিষয়টি এমন যে— ঘুম ভাঙার পরই সে গান শুনতে চায়। কিন্তু আমি পাখির ডাক বা অন্য সবকিছু শুনতে চাই। মাহিরা খানের এটি দ্বিতীয় বিয়ে। ২০০৭ সালে আলী আসকারির সঙ্গে প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মাহিরা। এই সংসারে তার একটি পুত্র সন্তানও রয়েছে। তবে খুব বেশিদিন টেকেনি অভিনেত্রীর সেই সংসার। ২০১৫ সালে বিচ্ছেদের পথে হাঁটেন মাহিরা-আলী।     পাকিস্তানি টিভি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন মাহিরা খান। ‘বোল’, ‘সাত দিন মহব্বত ইন’, ‘সুপারস্টার’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ২০১৭ সালে ‘রইস’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন মাহিরা।   এতে শাহরুখ খানের জুটি বাঁধেন এই অভিনেত্রী। ১২৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ৩০০ কোটি রুপিরও বেশি। সূত্র : ম্যাসন  
১০ মার্চ ২০২৪, ১৫:৫৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়