যেমন থাকবে আজকের আবহাওয়া 

আরটিভি নিউজ

রোববার, ০৬ জুলাই ২০২৫ , ০৯:০৩ এএম


যেমন থাকবে আজকের আবহাওয়া 
ফাইল ছবি

আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। সেইসঙ্গে মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় আছে বাংলাদেশের উপর। এ অবস্থায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে দেশের অনেক অঞ্চলে।

বিজ্ঞাপন

শনিবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।  

পূর্বাভাস অনুযায়ী, এদিন সন্ধ্যা ৬টার মধ্যে  খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

সেইসঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া, সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এদিন।

শনিবার রাজধানী ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। সেইসঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩২ ডিগ্রী সেলসিয়াস। 
 
আরটিভি/এসএইচএম

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission