চট্টগ্রামের চান্দগাঁয়ে ঘরের মধ্যে শিকল দিয়ে বেঁধে রাখা মানসিক প্রতিবন্ধী এক নারী আগুনে পুড়ে মারা গেছেন।
বিজ্ঞাপন
বুধবার দুপুরে কাপ্তাই রাস্তার মাথার পল্টন বাড়িতে রান্নার চুলা থেকে এই অগিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত শামসুন্নাহার (৩০) ওই এলাকার মৃত আবদুস সামাদের মেয়ে।
বিজ্ঞাপন
এ বিষয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে দুপুর সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, আগুনে ঘরের ভেতর শিকল দিয়ে বেঁধে রাখা শামসুন্নাহার দগ্ধ হয়ে মারা গেছেন। আগুনে চারটি কাঁচা ঘর পুড়ে আনুমানিক চার লাখ টাকার ক্ষতি হয়েছে।
আরও পড়ুন:
বিজ্ঞাপন
এসএইচ/এসএস