দেশের কোনো রাস্তায় বাঁশের সাঁকো থাকবে না। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রত্যেক ইউনিয়নে দুটি করে ব্রিজ নির্মাণ করা হচ্ছে। আরও ১৫ হাজার ব্রিজ নির্মাণের প্রস্তুতি চলছে। বললেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
আজ (শুক্রবার) মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ও বাগানবাড়ি ইউনিয়নে নির্মিত দুটি করে চারটি ব্রিজ-কালভার্টের উদ্বোধন উপলক্ষে মোহনপুর নিজ বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
মায়া চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর দর্শন বাস্তবায়নে গ্রাম ও শহরের উন্নয়নে সমতা আনা হচ্ছে। উন্নয়নের ধারা বজায় রাখতে রাজাকারমুক্ত বাংলাদেশ গঠনে সবাইকে শপথ নিতে হবে।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমেদ, চাঁদপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কে বি এম জাকির হোসেন, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ এইচ গিয়াস আহমেদ সাধারণ সম্পাদক বিএইচএম কবির প্রমুখ।
আরও পড়ুন:
- সরকার বিএনপির ওপর কোনো হয়রানি করছে না: শাজাহান
- গোমস্তাপুরে গণপিটুনিতে সন্দেহভাজন ডাকাত নিহত
- সিরাজগঞ্জে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু
জেএইচ