ঢাকা

পিকআপ-সিএনজির সংঘর্ষে নানা-নাতির মৃত্যু

নওগাঁ সংবাদদাতা

সোমবার, ১১ জুন ২০১৮ , ১২:৫১ পিএম


loading/img

নওগাঁর মান্দা উপজেলায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নানা ও নাতনির মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

বিজ্ঞাপন

সোমবার সকাল সাতটার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মান্দা উপজেলার সূর্যনারায়ণপুর গ্রামের তছির তালুকদারের ছেলে ইব্রাহিম তালুকদার (৬৫) ও তার নাতনি একই উপজেলার বিল ওথরাইল গ্রামের আলমগীরের মেয়ে রুবাইয়া খাতুন (১৪)। আহতদের নাম জানা যায়নি। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
--------------------------------------------------------
আরও পড়ুন : টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, ভোগান্তি চরমে
--------------------------------------------------------

বিজ্ঞাপন

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, সোমবার সকাল সাতটার দিকে নওগাঁ থেকে অটোরিকশা করে হতাহতরা মান্দা যাচ্ছিলেন। পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চেয়ারম্যানের মোড় নামক স্থানে অটোরিকশাটি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী নানা ও নাতনি মারা যান।

ওসি আরও জানান, আহতদের উদ্ধার করে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন : 

বিজ্ঞাপন

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |