ঢাকা

অস্কার জিতলেন মুসলিম অভিনেতা মাহারশালা আলী

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৭ , ০৯:৫০ এএম


loading/img

৮৯তম অস্কারের আসরের প্রথম পুরস্কার জিতেছেন কৃষ্ণাঙ্গ অভিনেতা মাহারশালা আলী। তিনিই প্রথম মুসলিম অভিনেতা, যে কিনা বিশ্ব চলচ্চিত্রের সবচে' দামী পুরস্কার জিতলেন।

বিজ্ঞাপন

এ অভিনেতা 'মুনলাইট' সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেতার অস্কার জিতলেন।

তার সঙ্গে এ বিভাগে আরো মনেনয়ন পেয়েছিলেন- জেফ ব্রিজেস (হেল অর হাই ওয়াটার), লুকাস হেজেস (ম্যানচেস্টার বাই দ সি), দেব পাটেল (লায়ন) ও মাইকেল শ্যানন (নকটারনাল এনিমেলস)।

বিজ্ঞাপন

আর 'ফেনসেস' ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ভিওলা ডেভিস।

এই বিভাগে তার সঙ্গে আরো মনোনয়ন পেয়েছিলেন- নাওমি হ্যারিস (মুনলাইট), নিকোল কিডম্যান (লায়ন), অক্টাভিয়া স্পেনসার (হিডেন ফিগারস), ও মিশেলে উইলিয়ামস (মানচেস্টাইর বাই দ্য সি)।

বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টার দিকে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসেছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে জমকালো আয়োজন অস্কারের ৮৯তম আসর।

বিজ্ঞাপন

এইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |