আসিতেছে ‘অপুর সংসার’

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ১০ এপ্রিল ২০১৭ , ০৫:১৭ পিএম


আসিতেছে ‘অপুর সংসার’

বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের জীবনকাহিনী নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। ‘অপুর সংসার’ শিরোনামের সিনেমাটি পরিচালনা করবেন বিখ্যাত পরিচালক শাহীন সুমন। 

বিজ্ঞাপন

সোমবার দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে নিজের সম্পর্কে নানা বিস্ফোরক তথ্য জানান অপু বিশ্বাস।

তিনি বলেন, বাংলাদেশ চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়ক শাকিব খান তার স্বামী। ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিবের গুলশানের বাড়িতে তাদের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলেসন্তান রয়েছে। তার নাম আব্রাহাম খান জয়।

বিজ্ঞাপন

এমন বোমা ফাটানো তথ্যের পরই অপুর জীবনকাহিনী নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দেন প্রযোজক খোরশেদ আলম খসরু। ‘অপুর সংসার’ সিনেমাটি প্রযোজনা করবেন নামী এ প্রযোজক। এ ছবিটি অপুকে নিয়েই তৈরি করতে চান তিনি। তবে শাকিব খান অভিনয় করবেন কি না-তা জানা যায়নি।

ওই অনুষ্ঠানে অপু বলেন, ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ের সময় তার নাম পরিবর্তন করা হয়। তার বর্তমান নাম অপু ইসলাম খান। বিয়েতে শাকিবের ভাই ও একজন প্রযোজক ছিলেন। জয়ের জন্ম হয় ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার ক্লিনিকে।

অপু আরো বলেন, বাচ্চা নিয়ে তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে। দীর্ঘদিন আড়ালে ছিলেন। ৫ মাস হয়েছে ঢাকায় এসেছেন। দীর্ঘ ৯ মাস কলকাতা, ব্যাংকক ও সিংঙ্গাপুরে ছিলেন।

বিজ্ঞাপন

সোমবার বিকেলে প্রায় এক ঘন্টা ওই বেসরকারি টেলিভিশন চ্যানেলটিকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেন অপু বিশ্বাস।
সাক্ষাৎকারে দীর্ঘদিন ধরে আড়ালে থাকা অপু বিশ্বাস চিত্রনায়ক শাকিব খানকে বিয়ের কথা স্বীকার করেন। এসময় তাদের সন্তান আব্রাহাম খান জয়কে অপুর কোলে দেখা যায়।
প্রায় ১০ মাস পর প্রকাশ্যে আসলেন অপু বিশ্বাস।
অপু সাক্ষাৎকারে উল্লেখ করেন, এ দীর্ঘ সময়ে তিনি ভারত, সিঙ্গাপুর ও ব্যাংককে ছিলেন। কলকাতার একটি হাসপাতালে তাঁর ছেলের জন্ম হয়। কথা বলতে গিয়ে তিনি বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন।

শাকিব আমার স্বামী : অপু বিশ্বাস (ভিডিও)

আমি মা, সন্তান নিয়ে শান্তিতে বাঁচতে চাই : অপু বিশ্বাস

'আমাদের ছেলের নাম জয়, ওর সবকিছুই শাকিবের মতো'

'শাকিবকে বিয়ে করতেই মুসলমান হয়েছি'

অপু-শাকিবের বিয়ের কাজী ছিলেন ফরিদপুরের

'শাকিবের ভালো চিন্তা করেই চুপ ছিলাম'

দায়িত্ব নেবো সন্তানের, অপুর নয় : শাকিব

মারলেও স্বামী, কাটলেও স্বামী : অপু বিশ্বাস (ভিডিও)

অপুকে জবাব দিতে আজ শাকিবের সংবাদ সম্মেলন

আমি সন্তানকে এভাবে টিভিতে দেখতে চাইনি

শাকিব-অপু ইস্যু নিয়ে যা বললেন বুবলী

অপুর কান্না ভেজা প্রশ্নের জবাব দেবেন না শাকিব

'শাকিব নিজেই তার চক্রান্তের জালে আটকা পড়েছে'

ভুল স্বীকার করলেন শাকিব খান

সাহেব যখন মেনেছেন সব হবে আনুষ্ঠানিকভাবে : অপু বিশ্বাস (অডিও)

ভক্ত থেকে স্ত্রী

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission