পশ্চিমবঙ্গের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং এক সময়ের সাড়া জাগানো অভিনেত্রী ঈশিতাকে এবার একসঙ্গে দেখা যাবে। ‘কাঠপেনসিল’ শিরোনামে টেলিছবিটি পরিচালনা করেছেন রাফায়েল আহসান। এই পরিচালকের লেখা কাহিনিটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন রাফায়েল আহসান। সম্প্রতি কলকাতায় টানা চারদিন টেলিছবিটির শুটিং হয়েছে।
শনিবার বিকেলে কলকাতা থেকে মুঠোফোনে আরটিভি অনলাইনকে নির্মাতা রাফায়েল আহসান বলেন, আমার এই গল্পটি কলকাতার একজন জনপ্রিয় কবি ও চিত্রশিল্পীকে নিয়ে। আর এই চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি একসময় বাংলাদেশে ছিলেন। অন্যদিকে ঈশিতা একজন সাংবাদিক। তিনি ঢাকার একটি শীর্ষ পত্রিকায় কাজ করেন। মূলত সৌমিত্রের সাক্ষাৎকার নেয়ার জন্য কলকাতায় যান ঈশিতা। তারপর থেকেই গল্পটি ভিন্ন পথে মোড় নেয়।
তিনি বলেন, এমন গুণী মানুষদের নিয়ে কাজ করতে পারাটা ভাগ্যের ব্যাপার। সৌমিত্র স্যার একজন গুণী অভিনেতাই নন একজন ভালো মানুষও। একটা শট দেয়ার পর বারবার জিজ্ঞেস করেছেন সব ঠিকঠাক হচ্ছে কিনা।
রাফায়েল আরও বলেন, ঘোষবাড়ি শুটিং হাউস, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ট্রাম স্টেশন, গঙ্গার পারসহ কলকাতার বিভিন্ন রাস্তায় শুটিং করেছি টেলিছবিটির। আমাদের আরও দুইদিন শুটিং বাকি। তবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অংশের শুটিং আমরা কলকাতায় করেছি। আজ সকালে ঈশিতা দেশে ফিরেছেন। তাকে নিয়ে বাংলাদেশে বাকি অংশের শুটিং করবো।
ঈশিতাকে কাস্ট করা প্রসঙ্গে এই নির্মাতা বলেন, গল্পের কারণেই মনে হয়েছে তাকে আমার লাগবে। দীর্ঘদিন তিনি অভিনয় করেন না। ভেবেছিলাম রাজি হন কিনা। তবে যখন তাকে অফার করলাম কাজটির জন্য খুব ভালো রেসপন্স পেয়েছি।
সৌমিত্র চট্টোপাধ্যায়, ঈশিতা ছাড়াও আরও অভিনয় করেছেন অর্ণব অন্তু। আসছে ঈদে ‘কাঠপেনসিল’ টেলিছবিটি যেকোনো একটি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে জানালেন নির্মাতা।
রাফায়েল আহসান বেশ কিছু টেলিফিল্ম ও বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন। এছাড়াও তার পরিচালিত ‘নয় ছয়’ সিনেমাটি বেশ প্রশংসিত হয়। এতে অভিনয় করেছিলেন চিত্রনায়ক ফেরদৌস ও মৌটুসি বিশ্বাস।
এম /পি