শততম টেস্ট জয়ে বাংলাদেশ জুড়েই চলছে জয়ের উল্লাস। সে উল্লাস ঢাকাতে একটু বেশিই। রাজধানী জুড়ে বিজয়ের মিছিল আর স্লোগান। বাংলাদেশ সময় বিকেলে জয় নিশ্চিত হতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে বিজয় উল্লাসে মেতে ওঠেন শিক্ষার্থীসহ ক্রিকেট প্রেমীরা। আর এ বিজয় উদযাপনে জাতীয় পতাকা ও হাতে ব্যাট বল নিয়ে পথে নেমে এসেছেন টাইগার সমর্থকরা।
শিক্ষার্থীরা পতাকা নিয়ে ‘বাংলাদেশ’‘বাংলাদেশ’বলে স্লোগান দিতে দিতে আনন্দে মেতে ওঠেন। ‘ভি’চিহ্ন দেখিয়ে স্মার্টফোনে সেলফিও তুলেছেন কেউ কেউ। আবার অনেককে বেপু বাজিয়ে উল্লাস করতে দেখা যায়।
এ সময় জুনায়েদ নামে এক ঢাবি শিক্ষার্থী বলেন, বিজয়ের মাসে এমন জয় স্মরণীয়। তার উপর শততম টেস্টে জয়ের স্মৃতি। কয়েকজন বন্ধু্ হলে একসঙ্গে খেলা দেখছিলাম সকলেই টিএসসিতে এসেছি উল্লাস করতে।
শরিফুল ইসলাম নামের আরেক শিক্ষার্থী বলেন, আমরা যেখানেই থাকি বাংলাদেশের অর্জনকে উপভোগ করি। সুযোগ পেলেই সকলে মিলে একটু আনন্দ-উল্লাসও করি। এটা তারই একটা অংশ। আমরা চাই, বাংলাদেশ ক্রিকেট দল এভাবে আমাদের মুখে হাসি ফোটাবে বারবার।
বিকালে না গড়াতে শ্রীলঙ্কার দেয়া ১৯১ রানকে সহজ টার্গেট বানিয়ে ৪ উইকেটের জয় তুলে নেয় মুশফিকবাহিনী। এ সুবাদে চতুর্থ দেশ হিসেবে শততম টেস্টে জেতার বিরল কীর্তি গড়লো টাইগাররা। এর আগে নিজেদের শততম টেস্টে জয় পায় বিশ্ব ক্রিকেটের ৩ পরাশক্তি-অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।
- আনন্দ জোয়ার দেশ জুড়ে
- তোমরা ইতিহাস সৃষ্টি করেছ, জয় বাংলা : প্রধানমন্ত্রী
- স্বামীর কীর্তিতে মুগ্ধ শিশির
- শততম টেস্ট জয় টাইগার ভক্তদের উৎসর্গ
- ঐতিহাসিক টেস্টেও জ্বলজ্বলে সাকিব
এমসি/জেএইচ