ঢাকায় এসে পৌঁছানোর কথা ছিল দুপুর ২টায়। ফ্লাইট বিড়ম্বনায় পড়ে সেই আসা হলো রাত ১০টায়। আজ বুধবার (২৯ আগস্ট) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সাকিব আল হাসান।
সাকিব ঢাকায় আসার আগেই সুখবর দেন বিসিবি। এশিয়া কাপে না খেলার গুঞ্জন উঠলেও সেই শঙ্কা উড়িয়ে সাকিব খেলবেন এশিয়া কাপে।
আশঙ্কা ছিল এশিয়া কাপ চলাকালীন হাতের অস্ত্রোপচার করাবেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত পালটেছেন তিনি।
-------------------------------------------------------
আরও পড়ুন : ব্যাপারটা একান্তই মোসাদ্দেকের ব্যক্তিগত: সৌম্য
-------------------------------------------------------
যদিও কথা ছিল সৌদি আরব থেকে যাবেন যুক্তরাষ্ট্রে। সেখানে স্ত্রী উম্মে আহমেদ শিশির এবং কন্যা আলায়না হাসানকে নিয়ে তবে দেশে ফেরার কথা। তবে অস্ত্রোপচারের সিদ্ধান্ত পাল্টে যাওয়ায় একাই দেশে ফিরেছেন তিনি।
দেশে ফিরে বিশ্রাম শেষে যোগ দেবেন এশিয়া কাপের জন্য প্রাথমিক দলের প্রস্তুতি ক্যাম্পে। তবে কবে যোগ দেবেন প্রস্তুতি শিবিরে সেটা আদৌ জানা যায়নি।
এমআর/জেএইচ