গত কয়েক বছর ধরে ক্রীড়াঙ্গনে মিডিয়ায় প্রচারিত ঘটনারগুলোর মধ্যে অন্যতম হলো সাকিব আল হাসান ও তামিম ইকবাল দ্বন্দ্ব ইস্যু। এই দুই তারকা ক্রিকেটারও এ বিষয়টি পরিষ্কার করেননি। তবে বন্ধু তামিমের খারাপ সময়ে চুপ থাকতে পারেননি সাকিব। হার্ট অ্যাটাক করে জীবন যুদ্ধে লড়াই করা তামিমের জন্য কেঁদে সাকিবের মন।
তাই গত আগস্টে ছাত্র আন্দোলনের সময় চুপ থাকলেও বন্ধু তামিমের জন্য দোয়া চেয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন দেশসেরা এই ক্রিকেটার। ভক্তদের বলেছিলেন তামিমের জন্য দোয়াই হবে তার জন্মদিনের সেরা উপহার। এবার তামিমকে দেখতে হাসপাতালে হাজির হয়েছেন সাকিবের বাবা ও মা।
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে তামিমকে দেখতে কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজ হাসপাতালে গিয়েছিলেন সাকিবের বাবা খন্দকার মাসরুর রেজা এবং মা শিরিন রেজা। ফেরার পথে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কিছুক্ষণ কথা বলেন সাকিবের বাবা-মা।
সাকিবের বাবা মাসরুর রেজা বলেছেন, তামিম সুস্থ আছেন। আশা করি, দ্রুততম সময়ের মধ্যে বাসায় ফিরতে পারবে। ইকবাল ভাইতো (তামিমের বাবা) আমার খেলার বন্ধু। ফলে তামিমের বাবার বিয়ের আগেই তার সঙ্গে আমার সম্পর্ক। তামিম আমার সন্তান, তার এই খবরে অস্থিরতার মধ্যে ছিলাম।
সাকিবের মা শিরিন রেজা বলেছেন, আল্লাহ রহমত করেছেন। দেশের মানুষের দোয়া ছিল। সবকিছু মিলিয়ে তামিম এখন ভালো আছে। মা হিসেবে আমার কাছে এই খবরটি স্বস্তির।
এদিকে কার্ডিয়াক কেয়ার ইউনিটের (সিসিইউ) দায়িত্বরত চিকিৎসক মনিরুজ্জামান মারুফ গণমাধ্যমকে বলেছেন, তামিম এখন ভালো আছেন। অল্প অল্প হাঁটাচলা করছেন, হাসিখুশি আছেন। অল্প কিছুক্ষণের জন্য তাকে কেবিনে দেওয়া হয়েছিল। পরিবারের সঙ্গে দেখা করে আবার সিসিইউতে নেওয়া হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তামিমকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হবে। যদিও সবটাই নির্ভর করছে পরিস্থিতির ওপর। আপাতত সিসিইউতেই আছেন তিনি।
আরটিভি/এসআর