রোববার, ০৯ মার্চ ২০২৫ , ০৫:৩৭ পিএম
ঝালকাঠির নলছিটিতে মোটর দিয়ে পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রুবেল হাওলাদার (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৯ মার্চ) দুপুরে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাব এলাকায় হাজীবাড়িতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি আব্দুস সালাম।
নিহত রুবেল হাওলাদার ওই এলাকার মোকাব্বের হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মোটর দিয়ে পুকুরের পানি সেচ করছিলেন রুবেল। এ সময় অসাবধানতার জন্য বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমকে