ঢাকাবুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ০৯ মার্চ ২০২৫ , ০৫:০৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। শনিবার রাতে ভালুকা পৌরসভার মল্লিকবাড়ি মোড়ে এবং রোববার (৯ মার্চ) সকালে ভালুকা সরকারি কলেজ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনা দুটি ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের সাতেঙ্গা গ্রামের প্রবাসী সুরুজ মিয়ার একমাত্র ছেলে উবায়দুল ইসলাম (২০)। আরেকজন ত্রিশাল গুজিয়ামের মৃত ইয়াহিয়ার ছেলে রাজমিস্ত্রী আল আমিন (২৫)। 

ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ঘটনার সময় ভালুকা বাজারের পাঁচরাস্তার মোড় থেকে তিনবন্ধুকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে উপজেলার কাঁঠালি নায়েবের বাজার এলাকায় যাচ্ছিলেন উবায়দুল ইসলাম। পথের মধ্যে পেছন দিক থেকে আসা একটি ট্রাকচাপা দিলে মোটরসাইকেল চালক উবায়দুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এ সময় সিজান, ফাহাদসহ তারা তিন বন্ধু আহত হন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

অপরদিকে রোববার সকালে ভালুকা সরকারি কলেজ এলাকায় মহাসড়ক পারাপার হওয়ার সময় ঢাকাগামী অজ্ঞাত গাড়ি চাপায় আল আমিন নিহত হন। নিহত আল আমীন নানার বাড়ি উপজেলার নারাঙ্গী গ্রামে মাকে নিয়ে বসবাস করে রাজমিস্ত্রির কাজ করতেন তিনি। এ ছাড়াও ভরাডোবা এলাকায় দুপুরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের নাম এখনও জানা যায়নি।

বিজ্ঞাপন

ভরাডোবা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ভালুকায় পৃথক দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |