images

দেশজুড়ে

পুকুরে ভাসছিল পাহারাদারের মরদেহ, গলায় আঘাতের চিহ্ন

মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ , ০৭:৫১ পিএম

images

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুরে ভাসমান অবস্থায় এক পাহারাদারের মরদেহ উদ্ধার করেছে ধরখার ফাঁড়ি পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলের দিকে লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন ধরখার ফাঁড়ির পুলিশ ইনচার্জ মো. জাকির হোসেন। এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের ধরখার এলাকা থেকে আক্কাছ আলী (৪৫) নামের ওই পাহারাদারের লাশ উদ্ধার করা হয়। 

নিহত আক্কাছ আলী কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার দক্ষিণ রতনপুর গ্রামের সুর মোহাম্মদের ছেলে।

আরও পড়ুন
Web-Image

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় আজও বিক্ষোভ, শিক্ষার্থীদের ৭ দফা

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে পুকুরের পানিতে আক্কাস আলীর ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর দেওয়া হয় পুলিশকে। নিহত আক্কাসের গলায় জখম রয়েছে। সোমবার রাতে তাকে কেউ হত্যা করে পুকুরে ফেলে রেখে যায়। প্রাথমিক তদন্তে এটি হত্যাকাণ্ড বলেও পুলিশ জানায়। নিহত আক্কাছ আলী গত দুই বছর ধরে উপজেলার ধরখার গ্রামের মো. জানে আলমের একটি ফিসারিজে ১২ হাজার টাকা বেতনে পাহারাদারের চাকরি করতেন। 

ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন জানান, হয়তো চোরেরা পুকুরে মাছ চুরি করতে এসেছিল। পাহারাদার বুঝে ফেলায় তাকে হত্যা করে পানিতে ফেলে পালিয়ে গেছে। এটা আমাদের প্রাথমিক ধারণা। তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এদিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের পক্ষ থেকে অভিযোগ পেলে দোষী ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

আরটিভি/এএএ-টি