ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় আজও বিক্ষোভ, শিক্ষার্থীদের ৭ দফা

মাগুরা প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ , ০৫:৪৮ পিএম


loading/img
ছবি: আরটিভি

মাগুরায় বড় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পক্ষে আজও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি মিছিল নিয়ে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকে অবস্থান নিয়ে দ্রুত বিচারের মাধ্যমে ধর্ষকদের ফাঁসির রায় কার্যকরের দাবিতে স্লোগান দিতে থাকে তারা।  

এ সময় মাগুরার সর্বস্তরের জনগণের পক্ষে প্রশাসনের কাছে ৭ দফা দাবি তুলে ধরেন বিক্ষোভকারীরা। ৭ দফায় তারা উল্লেখ করেন, অবিলম্বে শিশু (আছিয়া) ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার তদন্ত ও বিচার করতে হবে।  দোষীদের জনসম্মুখে বিচার করতে হবে।  ধর্ষকদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকারি আইন প্রণয়ন করে অবিলম্বে ধর্ষিতাকে প্রদান করতে হবে।  সমাবেশ শেষে ৬ সদস্যের একটি দল জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি জমা দেন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

এর আগে, রোববার ৯ মার্চ গভীর রাতে আসামিদের মাগুরার চীফ জুডিসিয়াল আদালতে উপস্থিত করে রিমান্ড শুনানি হয়।  চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল মতিন প্রধান অভিযুক্ত হিটু শেখকে ৭ দিন ও আসামি জাহিদা বেগম, সজীব শেখ ও রাতুল শেখকে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

বিজ্ঞাপন

উল্লেখ্য, মাগুরায় নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ৮ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।  এ ঘটনায় শিশুটির ভগ্নিপতি সজিব হোসেন (১৮) ও বোনের শ্বশুর হিটু মিয়া (৪২) কে আটক করেছে পুলিশ।

আরটিভি/এমএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |