images

দেশজুড়ে

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ১১:৩০ পিএম

images

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে টানা তিন দিন ধরে অনশন করছেন এক তরুণী। 

মঙ্গলবার (১৭ জুন) সকালে উপজেলার দূর্গানগর ইউনিয়নের হেমন্তবাড়ি গ্রামে প্রেমিক আলাউদ্দিনের বাড়িতে গিয়ে অবস্থান নেন তিনি।

ভুক্তভোগী তরুণী শাহজাদপুর উপজেলার আলোকদিয়া গ্রামের বাসিন্দা। তার দাবি, তিন বছর ধরে আলাউদ্দিনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। বিয়ের আশ্বাসে একাধিকবার তাদের শারীরিক সম্পর্ক হয়েছে। কিন্তু এখন আলাউদ্দিন বিয়ে করতে রাজি নন।

তিনি বলেন, ফেসবুকের মাধ্যমে আলাউদ্দিনের সঙ্গে পরিচয় হয়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ও আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। এখন আর ফোনও ধরে না। তাই বাধ্য হয়ে তার বাড়িতে এসেছি।

অন্যদিকে, আলাউদ্দিনের দাবি, ফেসবুকে গণিত শেখানোর সূত্রে তাদের পরিচয় হয়। তরুণী প্রেমের প্রস্তাব দিলে তিনি রাজি হননি। বরং আত্মহত্যার হুমকি দিয়ে তার সঙ্গে কথা বলাতে বাধ্য করেছে।

আরও পড়ুন
Web-Image

ছেলের বিরুদ্ধে মারধরের মামলা শতবর্ষী মায়ের

এ বিষয়ে দূর্গানগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাফিজুর ইসলাম বলেন, মেয়েটি এখনো ছেলের বাড়িতে অবস্থান করছে। আমরা স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেছিলাম, কিন্তু ছেলে পলাতক থাকায় তা সম্ভব হয়নি।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, ঘটনাটি জানি। তবে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

আরটিভি/এএএ