ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ছেলের বিরুদ্ধে মারধরের মামলা শতবর্ষী মায়ের

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ১১:১০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

মায়ের গর্ভে ধারণ, পরম মমতায় লালন—সব কিছুকে ভুলে গিয়ে সামান্য অর্থের জন্য শতবর্ষী মাকে লাথি মেরে আহত করলেন এক ছেলে! এমন হৃদয়বিদারক ঘটনায় ঝালকাঠির আদালতে নিজের ছেলের বিরুদ্ধে মামলা করেছেন শতবর্ষী আমিরুল নেছা। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন এই বৃদ্ধ মা।

‎আদালতের বারান্দায় বসে শতবর্ষী আমিরুল নেছা বলেন, ‘তিন বছর আগে জায়গা বেচার টাহা আমার ছোড পোলা ইউনুসের কাছে রাখছিলাম। এহন সেই  টাহা মোর দরকার ডাক্তার দেহামু, কিন্তু চাইতে গেলে ও আমারে লাথি মারে, গালিগালাজ করে। কীসের টাহা, টাহা দেবে না কইছে। এই বলে তিনি কাঁদতে থাকনে।’

‎আদালত সূত্রে জানা যায়, ১১০ বছর বয়সী এই মা তার ছেলে ইউনুস মোল্লার বিরুদ্ধে মারধর ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেন। শুনানি শেষে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক রুবেল শেখ অভিযোগ আমলে নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ঘটনার সূত্রপাত তিন বছর আগে। 

আরও পড়ুন

সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের ধারাখানা গ্রামের ইউনুস মোল্লার কাছে জমি বিক্রির তিন লাখ টাকা জমা রাখেন তার মা আমিরুল নেছা। চলতি মাসের ১২ জুন তিনি অসুস্থ হয়ে চিকিৎসার প্রয়োজনে ওই টাকা চাইলে ইউনুস ক্ষিপ্ত হয়ে মাকে লাথি মারেন বলে অভিযোগ। এতে ডান পায়ে আঘাত পেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন।

অভিযুক্ত ইউনুস মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি আমার মাকে মারিনি। ভাইয়েরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

বাদীপক্ষের আইনজীবী মুহাম্মদ সোলায়মান বলেন, একজন মা যখন সন্তানের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হন, তখন বুঝতে হয় সমাজ কোন অবস্থায় দাঁড়িয়ে। আদালত সরাসরি ওয়ারেন্ট ইস্যু করেছেন। আমরা ন্যায়বিচার আশা করি।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |