শনিবার, ২১ জুন ২০২৫ , ০১:২৮ পিএম
ঝালকাঠির নলছিটিতে মারামারির মামলায় সুমন সরদার (৩৫) নামে এক আসামিকে বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় বুকে ব্যথা অনুভব করেন সুমনের বাবা মো. হাবিব সরদার (৫৮)। এর ঘণ্টা খানেক পর মৃত্যু হয় তার।
বৃহস্পতিবার (১৯ জুন) রাত আড়াইটার দিকে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া মসজিদ বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবারের ভাষ্য, গভীর রাতে পুলিশের অভিযানের মধ্যে আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ জুন) সকালে সুমন সরদারকে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন মঞ্জুর করেন।
আদালতের জিআরও এনামুল হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সুমনের পরিবারের সদস্যরা জানায়, রাত আড়াইটার দিকে নলছিটি থানা পুলিশের একটি দল চৌদ্দবুড়িয়া মসজিদ বাড়ি এলাকায় সুমনের বাড়িতে প্রবেশ করে তাকে গ্রেপ্তার করে। এ সময় সুমনের বাবা আতঙ্কিত হয়ে পড়েন। একপর্যায়ে বুকে ব্যথার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জানান, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম গণমাধ্যমকে বলেন, মারামারির মামলার আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। কিছুক্ষণ পর তার বোন এসে জানায়, বাবা অসুস্থ হয়ে পড়েছেন। পরে সকালে জানা যায়, হাসপাতালে নেওয়ার পর তিনি মারা গেছেন।
আরটিভি/এএএ