images

দেশজুড়ে

বেনাপোলে গ্রেপ্তার সেই আ.লীগ নেতা কারাগারে

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ , ১০:৫৮ পিএম

images

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রংপুরে হামলা ও হত্যার অভিযোগে গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান লিটনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক সোয়েবুর রহমান এ আদেশ দেন। সেই সাথে মামলার পরবর্তী তারিখ হিসেবে ২ ও ৩ জুলাই নির্ধারণ করেন।

আরও পড়ুন
13

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কনস্টেবলের  

এর আগে গত ২২ জুন যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় আনিছুর রহমান লিটনকে ইমিগ্রেশন পুলিশ আটক করে। এরপর সোমবার তাকে বেনাপোল থেকে রংপুরে নিয়ে নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত মাহমুদুল হক মুন্না হত্যা মামলা এবং রিকশাচালক সাইদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা রয়েছে।

এ দুটি মামলায় লিটনকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে তোলা হয়। সেখানে তার পক্ষে জামিনে আবেদন করা হয়। এ সময় বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি মুন্না হত্যা মামলায় ৮৮ নম্বর এবং রিকশাচালক সাইদ হত্যাচেষ্টা মামলায় ২৯ নম্বর এজাহারভুক্ত আসামি।

আনিছুর রহমান লিটন রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদে তিন মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন।

আরটিভি/এফএ