খুলনায় সড়ক দুর্ঘটনায় মো. সাব্বির হোসেন নামে পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে সোমবার দিবাগত রাতে খুলনা-যশোর মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন পুলিশ কনস্টেবল সাব্বির হোসেন ও নাজমুল হোসাইন। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সাব্বির হোসেন মৃত্যুবরণ করেন।
খুলনা জেলা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৩ জুন) রাত ১১টার দিকে খুলনা রিজার্ভ অফিসে কর্মরত কনস্টেবল মো. সাব্বির হোসেন পুলিশ সুপারের বাসভবন থেকে জরুরি চিঠি নিয়ে মোটরসাইকেল যোগে শিরোমনি জেলা পুলিশ লাইন্স যাচ্ছিলেন। পথিমধ্যে খুলনা বিজিবি সেক্টর সদর অতিক্রম করার পর খুলনা-যশোর মহাসড়কে রাত সোয়া ১১টার দিকে বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে কনস্টেবল মো. সাব্বির হোসেন এবং মোটরসাইকেলে থাকা অপর সঙ্গী কনস্টেবল নাজমুল হোসাইন রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর জখম হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। কনস্টেবল সাব্বিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে পুলিশ কনস্টেবল সাব্বিরের মৃত্যুতে খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। এক শোক বার্তায় বলা হয়, পেশাদার এই পুলিশ সদস্য মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত জনগণের সুরক্ষা ও দেশ মাতৃকার সেবায় নিয়োজিত ছিলেন। মরহুম মো. সাব্বির হোসেনের মত একজন পেশাদার পুলিশ সদস্যের মৃত্যুতে খুলনা জেলা পুলিশ গভীরভাবে শোকাহত।
আরটিভি/এফএ