images

আন্তর্জাতিক

বোমা আতঙ্কে এয়ার ইন্ডিয়ার জরুরি অবতরণ

শুক্রবার, ১৩ জুন ২০২৫ , ০১:২১ পিএম

images

ভারতের এয়ার ইন্ডিয়ার এক ফ্লাইটে আবারও আতঙ্কজনক পরিস্থিতি। থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লিগামী এআই-৩৭৯ ফ্লাইট-কে বোমা হামলার হুমকিতে জরুরি অবতরণ করতে হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণ পরই বোমার হুমকি আসে।

নিরাপত্তার কথা চিন্তা করে পাইলট বিমানটি ফিরিয়ে আবার ফুকেটে অবতরণ করান। এরপর বিমানে থাকা ১৫৬ জন যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়। থাই কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী ও ক্রু সবাই নিরাপদ।

এর একদিন আগেই, আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২৪০ জনের বেশি যাত্রী নিহত হন। ঠিক তার পরদিনই এই বোমা আতঙ্কের ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

প্রতিবেদনে জানা গেছে, ২০২৩ সালে ভারতসহ আশপাশের দেশগুলোতে প্রায় ১,০০০টি ভুয়া বোমার হুমকির ঘটনা ঘটেছে, যা আগের বছরের তুলনায় অনেক বেশি।  

আরও পড়ুন
07

যানজটে পড়ে ১০ মিনিট দেরি, বেঁচে গেলেন সেই বিমানের যাত্রী ভূমি

এয়ার ইন্ডিয়া বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে এখনো পর্যন্ত এই ঘটনায় আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। যাত্রীদের আতঙ্ক কাটাতে চলছে তদন্ত ও সতর্কতা কার্যক্রম।

 

আরটিভি/এসকে