যানজটে পড়ে ১০ মিনিট দেরি, বেঁচে গেলেন সেই বিমানের যাত্রী ভূমি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৩ জুন ২০২৫ , ০৪:১২ এএম


যানজটে পড়ে ১০ মিনিট দেরি, বেঁচে গেলেন সেই বিমানের যাত্রী ভূমি
ভূমি চৌহান ও বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার বিমানটি। ছবি: সংগৃহীত

ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে এয়ার ইন্ডিয়ার বিমানে উড্ডয়ন করার করার কথা ছিল ভূমি চৌহান নামে এক নারী যাত্রীর। কিন্তু যানজটে পড়ে বিমানবন্দরে পৌঁছাতে ১০ মিনিট দেরি হয়েছিল তার। তাই ভাগ্যের জোরে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ জুন) আধুনিক প্রযুক্তির বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার এআই১৭১ বিমান বিধ্বস্ত হয়ে দুই শতাধিক নিহত হয়েছেন। সেই বিমানের যাত্রী ছিলেন ভূমি চৌহান।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, ভূমি অনাবাসী ভারতীয়। তিনি থাকেন ব্রিটেনের ব্রিস্টলে। তার স্বামীও সেখানেই থাকেন। ছুটি কাটাতে দেশে এসেছিলেন। বিধ্বস্ত হওয়া ওই ফ্লাইটে আবার ব্রিটেনে ফেরার কথা ছিল তার। তবে ১০ মিনিট দেরি হওয়ার কারণে বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পান তিনি।

বিজ্ঞাপন

আমার পুরো শরীর এখনো কাঁপছে মন্তব্য করে ভূমি জানান, বিমানবন্দরে যাওয়ার পথে অহমদাবাদের যানজটে ফেঁসে গিয়েছিলেন তিনি। ওই যানজটের কারণেই এ যাত্রায় তিনি রক্ষা পেয়েছেন। দুর্ঘটনার খবর পাওয়ার পরে সম্পূর্ণ বিধ্বস্ত ভূমি।

তিনি বলেন, আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। আমার ঈশ্বরই আমাকে বাঁচিয়েছেন। 

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, বিমানে উঠতে না পেরে বিমানবন্দর ছেড়ে গুজরাটের বাড়িতে ফিরে আসেন ভূমি। বেলা দেড়টা নাগাদ বিমানবন্দর ছাড়েন তিনি। দুর্ঘটনার খবর ছড়ানোর পর বিমানবন্দরের কী পরিস্থিতি, তা আর দেখা হয়নি ভূমির। তবে রাস্তায় অনেক পুলিশের গাড়ি দেখেছেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে, দুপুরে অহমদাবাদ বিমানবন্দর থেকে ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দরে উদ্দেশে যাওয়ার পথে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। বেলা ১টা ৩৮ মিনিটে বিমানবন্দর থেকে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যে লোকালয়ের মধ্যে ভেঙে পড়ে বিমানটি। মাত্র ৬২৫ ফুট ওপরে ওঠার পরেই গুজরাটের মেঘানিনগরে একটি ছাত্রাবাসের ওপর ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার ওই বিমান। বিমানটিতে মোট ২৪২ জন ছিলেন। তাদের মধ্যে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু সদস্য।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission