বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ , ০২:০২ পিএম
আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা নামবে বিপিএলের ১১তম আসরের। তবে বিশ্রামের সুযোগ পাচ্ছে না ক্রিকেটাররা। কারণ, পরদিন থেকেই শুরু হচ্ছে টাইগারদের চ্যাম্পিয়নস ট্রফির ক্যাম্প। একই দিনেই অনুশীলন ক্যাম্পে নামতে যাচ্ছে জুনিয়র টাইগাররাও।
এবারের ক্যাম্পে প্রধান কোচ নাভিদ নেওয়াজ গুরুত্ব দিতে যাচ্ছেন ক্রিকেটাদের স্কিলের দিকেই। মূলত প্রথম বিভাগ ক্রিকেটের সঙ্গে যে সব যুবা ক্রিকেটার যুক্ত নেই তাদের নিয়েই শুরু হবে এই ক্যাম্প। যেখানে ১০ থেকে ১৫ জন ক্রিকেটার থাকবেন।
সবমিলিয়ে যুবাদের এই ক্যাম্প ৮ তারিখ শুরু হয়ে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এরপর ক্রিকেটাররা যোগ দিবেন ইয়ুথ ক্রিকেট লিগে (ওয়াইসিএলে)। জানা গেছে, ওয়াইসিএল শেষেই যুবা ক্রিকেটারদের সফর রয়েছে শ্রীলঙ্কাতে।
সবকিছু ঠিক থাকলে ২১ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত সফরের সূচি রয়েছে। যেখানে ৬টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যুবাদের। সঙ্গে থাকবে একটি প্রস্তুতিমূলক ওয়ানডে ম্যাচও।
এদিকে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে চ্যাম্পিয়নস ট্রফি। আসন্ন টুর্নামেন্টের গ্রুপ ‘এ’তে রয়েছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশ। এ ছাড়া গ্রুপ ‘বি’তে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। টুর্নামেন্টের পর্দা উঠবে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে।
এই টুর্নামেন্টকে সামনে রেখে মিরপুরে অনুশীলন করবে টাইগাররা। নিজেদের প্রস্তুত করেই পাকিস্তানের বিমান ধরবেন শান্ত-মিরাজরা।
বাংলাদেশের প্রথম ম্যাচ পরের দিনই, ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে। বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে ২৪ মার্চ রাওয়ালপিন্ডিতে, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ২৭ ফেব্রুয়ারি একই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে টাইগাররা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্কোয়াড
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।
আরটিভি/এসআর