ব্রাভোকে হটিয়ে টি-টোয়েন্টিতে রশিদের ইতিহাস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:৪৬ পিএম


রশিদ
ছবি- এসিবি

বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটে জনপ্রিয়তার শীর্ষ রয়েছেন রশিদ খান। দুর্দান্ত পারফরম্যান্স করে মাত্র ২৬ বছর বয়সেই টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি বনে গেছেন এই আফগান অলরাউন্ডার। গতকাল (মঙ্গলবার) এসএ-টি-টোয়েন্টির প্রথম কোয়ালিফায়ারে পার্ল রয়্যালসের দুনিথ ওয়েলালাগেকে আউট করে এই ইতিহাস পড়েন তিনি।

বিজ্ঞাপন

এতদিন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ডোয়াইন ব্রাভোর। ৫৮২ ম্যাচে ৬৩১ উইকেট শিকার করেছেন এই ক্যারিবিয়ান পেসার। অথচ তার থেকে ১২১ ম্যাচ কম খেলে (৪৬১ ম্যাচ) ৬৩৩ উইকেট শিকার করেছেন এই ডানহাতি স্পিনার। 

ইতিহাস গড়ার পর রশিদ খান বলেন, এটি একটি অসাধারণ অর্জন। আমি কখনো ভাবিনি যে এখানে আসতে পারব। যদি ১০ বছর আগে কেউ আমাকে জিজ্ঞেস করতো, আমি কখন এ সম্পর্কে চিন্তাও করিনি। আফগানিস্তান থেকে এই পর্যায়ে পৌঁছানো একটি গর্বের বিষয়। ডিজে (ব্রাভো) টি-টোয়েন্টির সেরা বোলারদের একজন। এটি একটি বড় সম্মান এবং আমি এই ধারা চালিয়ে যাওয়ার জন্য মুখিয়ে আছি।

বিজ্ঞাপন
আরও পড়ুন

২০১৫ সালের অক্টোবর মাসে টি-টোয়েন্টিতে অভিষেক করেছিলেন রশিদ খান। এখন ৫০০ ম্যাচের মাইলফলকের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। বিশ্বব্যাপী বিভিন্ন লিগে বহুল চাহিদাসম্পন্ন একজন খেলোয়াড় হিসেবে পরিচিত রশিদ খান। আইপিএল ও পিএসএলে একটি করে শিরোপা জিতেছেন।

বিজ্ঞাপন

অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে দ্য হান্ড্রেড, সিপিএল এবং বিপিএলে খেলার সময় রশিদের ব্যাটিংয়েও উন্নতি লক্ষ্য করা গেছে। ২০১৮ সালের আইপিএলের প্লে-অফে অলরাউন্ড হিসেবে নিজের দক্ষতা দেখিয়েছিলেন রশিদ। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাত্র ১০ বলে ৩৪ রান করেন এবং বল হাতে ৩ উইকেট নেন। আর ফিল্ডিংয়ে ২টি ক্যাচ নিয়ে দলের জয় নিশ্চিত করেন রশিদ।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission