বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ০৬:৪৯ পিএম
গত মাসে লা লিগায় ফিরতি লিগে অ্যাথলেটিকো মাদ্রিদকে রীতিমতো বিধ্বস্ত করেছিল বার্সেলোনা। ৭১ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকার পর ম্যাচটি জিতে নেয় তারা ৪-২ ব্যবধানে। তবে সেই হারের প্রতিশোধ নেওয়া বড় সুযোগ রয়েছে মাদ্রিদের ক্লাবটির।
বুধবার (২ এপ্রিল) কোপা দেল রের দ্বিতীয় লেগে ঘরের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে বার্সেলোনার বিপক্ষে মাঠে নামবে অ্যাথলেটিকো মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত ১টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
এর আগে, বার্সেলোনার মাঠে প্রথম লেগের ম্যাচটি ৪-৪ গোলের ব্যবধানে ড্র হয়। তবে এই ম্যাচ জিতে ফাইনাল খেলতে আত্মবিশ্বাসী বার্সা বস হান্সি ফ্লিক। আর এই লড়াই জন্য প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
ফ্লিক বলেন, এটা ভিন্নধর্মী এক লড়াই হতে যাচ্ছে, ফাইনালের আগে ফাইনালের মতো। আমি বিশ্বাস করি যে, আমরা ফাইনালে পৌঁছাব। এটা দারুণ সুযোগ। এই দলকে নিয়ে আমরা গর্বিত। আমরা এতদূর এসেছি তা ভাগ্যের জোরে নয়: আমাদের এটা প্রাপ্য। নিজেদের কাজের জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। তারা প্রতিটি পরিস্থিতিতে সঠিকভাবে সাড়া দেয়।
তিনি আরও বলেন, আমরা সুপার কাপ জিতেছি (জানুয়ারিতে রেয়াল মাদ্রিদকে হারিয়ে), কিন্তু সেটা অতীতের কথা। আমরা ফাইনালে উঠতে চাই, তবে কাজটা সহজ হবে না। তাদের (আতলেতিকো) দারুণ একজন কোচ আছে, তারা জানে তারা কী জন্য লড়ছে এবং তারা যা করছে তা নিয়ে তারা আত্মবিশ্বাসী। লড়াইটা খুব কঠিন হবে।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২০ ম্যাচে অপরাজিত আছে বার্সেলোনা। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দলগুলোর মধ্যে একমাত্র দল হিসেবে ২০২৫ সালে তারা এখনও হারেনি। তাই এই ম্যাচেও নিজেদের আধিপত্য ধরে রাখতে চায় রাফিনিয়া-ইয়মালরা।
এদিকে লা লিগা তৃতীয় স্থানে থাকা অ্যাথলেটিকো চ্যাম্পিয়নস ট্রফিতে বাদ পড়েছে। রিয়াল মাদ্রিদের কাছে টাইব্রেকারে হেরেছিল তারা। তাই কোপা দেল রের ফাইনাল থেকেও ছিটকে গেলে এর থেকে হতাশা কিছু হবে না। তাই ঘরের মাঠে নিজেদের সেরাটা দিতে চায় তারা। এখন শেষ হাসি কারা হাসে সেটায় দেখার বিষয়।
আরটিভি/এসআর/এস