images

খেলা / ফুটবল

রাজধানীতে ৮ স্কুল নিয়ে শুরু হচ্ছে ‍ফুটবল প্রতিযোগিতা

বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ , ১০:৫৯ পিএম

images

রাজধানীর ফর্টিজের জলসিড়িতে আগামীকাল (১১ এপ্রিল) থেকে স্কুল ফুটবল শুরু হবে। রাজধানী থেকে আটটি ইংলিশ মিডিয়াম স্কুল অনূর্ধ্ব-১২, ১৪ বালক এবং অ-১২ বালিকা দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এ উপলক্ষে বাফুফে ভবনে আজ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।   

বাফুফের স্কুল কমিটি থাকলেও রাজধানীর জন্য আন্তঃশহরের আলাদা কমিটি রয়েছে। এই কমিটি শুধু ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ে প্রথম প্রতিযোগিতা আয়োজন করছে। রাজধানীতে অবস্থিত বাংলা মিডিয়াম ও সরকারি স্কুলগুলো এই প্রতিযোগিতায় নেই। এ সম্পর্কে বাফুফের আন্তঃশহর স্কুল কমিটির প্রধান সারতাজ ভূঁইয়া বলেন, ‘আমরা এবার মাত্র কাজ শুরু করেছি। আগামীতে এর পরিধি বাড়বে। আন্তর্জাতিক স্কুল টুর্নামেন্টেও আমরা প্রতিনিধিত্ব করতে চাই।’  

সংবাদ সম্মেলনে ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম বলেন, ‘এটা আমাদের একটি ব্যতিক্রম বা নতুন অ্যাপ্রোচ। যারা ফুটবল নিয়ে কাজ করতে আগ্রহী বা উদ্যমী তাদের মধ্যে থেকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

আরও পড়ুন
liverpool_fc_

এশিয়া সফরে জাপানে খেলবে লিভারপুল

বাফুফে সহসভাপতির দেওয়া তথ্যমতে, কাল থেকে শুরু হওয়া স্কুল ফুটবলে অংশগ্রহণকারীদের তথ্যাদি ফিফা-এএফসি’র প্ল্যাটফর্মে থাকবে। আজকের সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি চান স্কুল থেকেই ফুটবলারদের পথচলা শুরু হোক, ‘ফুটবল একজন মানুষের ক্যারিয়ার হতে পারে। স্কুল ফুটবলের মাধ্যমে সেই যাত্রার শুরু সম্ভব।’

আট স্কুলের প্রতিযোগিতায় পৃষ্ঠপোষক হিসেবে প্রাইম ব্যাংকসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। স্পন্সরের অর্থ বাফুফের কোষাগারে জমা হবে, এরপর ইন্টার স্কুল কমিটি তা টুর্নামেন্ট পরিচালনায় ব্যয় করবে বলে জানা গেছে।  

আরটিভি/এসকে