ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

এশিয়া সফরে জাপানে খেলবে লিভারপুল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ , ১০:৩৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

নতুন মৌসুমের প্রস্তুতি হিসেবে প্রথমবারের মত জাপানের ইয়োকোহামা এফ-মারিনোসের বিপক্ষে খেলবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল। জে-লিগ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এশিয়ান সফরে হংকংয়ের সাথেও ম্যাচ খেলবে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা দলটি।

বিজ্ঞাপন

স্টিভ হল্যান্ডের কোচিংয়ে নিজেদের দারুনভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে ইয়োকোহামা। জাপানের এই ক্লাবটি গত মৌসুমের এএফসি চ্যাম্পিয়নস লিগে রানার্স-আপ হয়। টটেনহ্যাম বস আনগে পোস্তেকোগ্লু এর আগে এই ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইয়োকোহামার নিশান স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৩০ জুলাই।  এই ভেন্যুর আসনসংখ্যা ৭০ হাজারেরও বেশী।

আরও পড়ুন

এ ছাড়া হংকংয়ে নব নির্মিত কেই তাক ৫০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে আগামী ২৬ জুলাই এসি মিলানের মুখোমুখি হবে। প্রিমিয়ার লিগের নতুন মৌসুম ১৬ আগস্ট শুরু হবে। 

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |