শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ , ০৪:৫৬ পিএম
হামজা চৌধুরীর পর এবার আরেক প্রবাসী ফুটবলার বাংলাদেশের লাল সবুজ জার্সিতে খেলার সুযোগের অপেক্ষায়। তিনি কানাডা প্রবাসী সামিত সোম। এবার জানা গেল সামিত সোমকে পাওয়ার অপেক্ষায় বাংলাদেশ। এদিকে বাফুফে ও সামিতের মধ্যে কয়েক দিন ধরে আলোচনা চলছিল। সিদ্ধান্ত জানানোর জন্য বাফুফের কাছে সময় চায় সামিত। বাফুফের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন বলে জানিয়েছেন সামিত।
বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘আজ বাংলাদেশ সময় দুপুরের দিকে সামিত আমাকে মেসেজ দিয়েছে সে সিদ্ধান্ত নিয়েছে এবং বিস্তারিত কথা বলতে চায়। এখন কানাডায় মধ্যরাত। বাংলাদেশ সময় রাতে তার সঙ্গে এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে।’
এপ্রিলের মাঝামাঝি সময়ে বাফুফেকে সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছিলেন সামিত। যার কারণে বাফুফে সহ-সভাপতি সিদ্ধান্তের বিষয় জানতে চাওয়ার পরিপ্রেক্ষিতে তিনি কিছুক্ষণ আগে মেসেজ দিয়েছেন। বাফুফে সহ-সভাপতি সামিতের বার্তা ইতিবাচকই ধরছেন, ‘কয়েক ঘণ্টা পর বিস্তারিত আলোচনা হবে। তিনি যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন আমরা আশা করি বাংলাদেশের জার্সিতে তাকে দেখতে পারব।’
সামিতের জন্ম কানাডায় হলেও তার বাবা-মা বাংলাদেশি। বাবা মায়ের সূত্রে বাংলাদেশের হয়ে খেলতে পারবেন তিনি। কিন্তু এর জন্য তাকে নির্দিষ্ট কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তবেই লাল সবুজের জার্সিতে মাঠে খেলতে পারবেন সামিত সোম।
বাংলাদেশের হয়ে খেলতে হলে সামিতকে প্রথমে বাংলাদেশের পাসপোর্ট করতে হবে। তার পাসপোর্টের আগে তার বাবা-মায়ের কাগজপত্র হালনাগাদ করতে হবে। পাসপোর্ট হওয়ার পর কানাডিয়ান ফুটবল ফেডারেশনের অনাপত্তিপত্র সংগ্রহ করে তা ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করতে হবে। প্লেয়ার স্ট্যাটাস কমিটির সবুজ সংকেত পেলেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন কানাডিয়ান প্রবাসী সামিত।
সামিতকে বাংলাদেশের জার্সিতে খেলানোর প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে বলে জানিয়েছেন তার এজেন্ট। তিনি বলেন, 'আগামী সপ্তাহের মধ্যেই তার জন্ম নিবন্ধন পাওয়ার আশা করছি। ওর বাবা-মায়ের বাংলাদেশি পাসপোর্ট ১৯৯৩ সালের পর আর নবায়ন করা হয়নি, তাই সবারই পাসপোর্ট নতুন করে বানাতে হবে। জন্ম নিবন্ধন পাওয়ার পর ওর বাবা-মা এবং ওর নিজের পাসপোর্ট তৈরি করে ফিফার অনুমোদনের জন্য আবেদন করা হবে। '
তিনি আরও বলেন, 'আশা করছি রবি, সোম বা মঙ্গলবারের মধ্যে জন্ম নিবন্ধন পেয়ে যাব। এরপর ও কানাডায় বাংলাদেশের দূতাবাসে যাবে। সব কিছু সম্পন্ন হলে আশা করি সে জুনে যোগ দিতে পারবে।'
উল্লেখ্য, সামিত কানাডার জাতীয় দলের হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলেছেন এবং দেশটির বিভিন্ন বয়সভিত্তিক দলেও প্রতিনিধিত্ব করেছেন। ফিফার নিয়ম অনুযায়ী, কানাডার হয়ে যেহেতু সামিত কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি, তাই তার পক্ষে জাতীয় দল পরিবর্তন করে বাংলাদেশের হয়ে খেলা সম্ভব।
আরটিভি/এসকে/এআর