ঢাকাবৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

এবার হলিউডের অ্যাকশন মুভিতে নাম লেখালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ , ০৪:২৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

খেলা ছাড়াও ব্যবসায়িক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বের বিভিন্ন প্রান্তে তার হোটেল ব্যবসার খবর প্রায়ই সংবাদের শিরোনাম হয়। এবার ভিন্ন কারণে সংবাদের শিরোনামে এলেন এই পর্তুগিজ তারকা। হলিউডে প্রবেশ করতে যাচ্ছেন ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। হলিউডের অ্যাকশন চলচ্চিত্রে নিজের নাম লিখিয়ে এক নতুন দিগন্ত উন্মোচন করছেন তিনি।  

বিজ্ঞাপন

পর্তুগিজ এই তারকা হলিউডের খ্যাতিমান পরিচালক ম্যাথিউ ভনের সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠা করেছেন নতুন প্রোডাকশন হাউস যার নাম ইউআরমার্ভ। ভন এর আগে 'লক, স্টক অ্যান্ড টু স্মোকিং বেরেলস', 'এক্স-ম্যান: ফার্স্ট ক্লাস' এবং 'কিংসম্যান' সিরিজের মতো বহু জনপ্রিয় সিনেমা পরিচালনা করে দর্শকদের উপহার দিয়েছেন।   

সামাজিক মাধ্যমে দেয়া এক বিবৃতিতে রোনালদো নিজেই এই নতুন উদ্যোগের কথা জানিয়েছেন। তিনি বলেন, 'এটি আমার জন্য এক রোমাঞ্চকর অধ্যায়, কারণ আমি ব্যবসায় নতুন ভেঞ্চারের দিকে এগিয়ে যাচ্ছি।'

বিজ্ঞাপন

অন্যদিকে, ম্যাথিউ ভন রোনালদোর সঙ্গে কাজ করার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ক্রিশ্চিয়ানো মাঠে এমন সব গল্প সৃষ্টি করেছেন যা আমি কখনও লিখতে পারতাম না। এখন আমরা এক সঙ্গে অনুপ্রেরণামূলক চলচ্চিত্র বানাবো, রোনালদো নিজেই যেন বাস্তবের একজন সুপারহিরো।

রোনালদো ও ভন যৌথভাবে 'ইউর-মার্ভ'  নামে একটি স্বতন্ত্র চলচ্চিত্র প্রযোজনা স্টুডিও গঠন করেছেন যা উন্নত প্রযুক্তি এবং ঐতিহ্যের সংমিশ্রণে তৈরি করা হয়েছে। এই স্টুডিও খেলাধুলা এবং গল্প বলার জগতের এক অভাবনীয় মেলবন্ধন ঘটাবে বলে আশা করছে দর্শকরা। 

আরও পড়ুন

এই জুটি দুটি অ্যাকশন চলচ্চিত্রের প্রযোজনা ও অর্থায়ন সম্পন্ন করেছেন। খুব শিগগিরই তৃতীয় সিনেমার কাজ শুরু হবে বলে জানা গেছে। যদিও আনুষ্ঠানিক মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি, শিগগিরই এই বিষয়ে জানানো হবে বলে আশা করা যাচ্ছে। ফুটবল মাঠের পর এবার হলিউডের  ফিল্মের জগতে রোনালদোর নতুন যাত্রা কেমন হয় তা দেখার জন্য মুখিয়ে আছেন সিআরসেভেন ভক্তরা।

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |