শনিবার, ১২ এপ্রিল ২০২৫ , ০২:১০ পিএম
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের ব্যাট বলের লড়াই শুরু হয়েছে। কিন্তু এর আগে ঘটে গেল এক অপ্রত্যাশিত দুর্ঘটনা। শুক্রবার (১১ এপ্রিল) ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের ম্যাচের আগেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম সামা টিভি জানিয়েছে, শহরের পাঁচ তারকা হোটেল সেরেনার একেবারে উপরের তলায় বিকেলে আগুন লাগে। হোটেলটিতে পিএসএলের বিভিন্ন দলের বিদেশি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা অবস্থান করছিলেন।
আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটির (সিডিএ) ডিরেক্টর অব ইমার্জেন্সি জাফর ইকবাল জানান, ছয়টি অগ্নিনির্বাপণ গাড়ি ও প্রায় ৫০ জন ফায়ার সার্ভিস কর্মীর প্রচেষ্টায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এ নিয়ে জেলা প্রশাসনের একজন মুখপাত্র জানিয়েছেন, হোটেলটির সাত তলা ভবনের উপরের তলায় আগুনের সূত্রপাত হয়। যদিও এখনো অগ্নিকাণ্ডের নির্দিষ্ট কারণ জানা যায়নি, তবে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে অবকাঠামোগত ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সতর্কতা হিসেবে হোটেলে অবস্থানরত সকল অতিথি, খেলোয়াড় ও স্টাফদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। সেই সাথে পুরো এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
প্রশাসন নিশ্চিত করেছে, এ ঘটনা কোনো ধরণের নাশকতা নয়, প্রাথমিক তদন্তে জানা গেছে, হোটেলের অবকাঠামোগত সমস্যার কারণেই আগুন লেগেছে।
টুর্নামেন্টের প্রথম দিন এমন দুর্ঘটনা কিছুটা আতঙ্ক তৈরি করলেও কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের কারণে এড়ানো সম্ভব হয়েছে বড় ধরনের বিপর্যয়।
আরটিভি/এসকে