ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

দেশের জন্য চিন্তা করি, দেশের জন্য খেলি: নাহিদ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

শনিবার, ১২ এপ্রিল ২০২৫ , ০১:৩৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

জাতীয় দলে অভিষেকের পর থেকেই বল হাতে গতির ঝড় তুলে যাচ্ছেন চাঁপাই এক্সপ্রেস খ্যাত টাইগার পেসার নাহিদ রানা। সেই সাথে বিসশ্বের বর্তমান ও সাবেক ক্রিকেটারদের কাছ থেকে পাচ্ছেন প্রশংসা। মাঠে নয় এবার মাঠের বাইরে স্বীকৃতি পেলেন ২২ বছর বয়সী এই তরুণ পেসার। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন নাহিদ। 

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ) ১৯৬৪ সাল থেকে ক্রীড়াবিদদের পুরস্কৃত করে আসছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার উপস্থিতিতে গতকাল (১১ এপ্রিল) ২০২৪ সালের ১৫টি ক্যাটাগরিতে ১৩ ব্যক্তি, দল ও সংস্থাকে স্বীকৃতি দেওয়া হয়। যেখানে উদীয়মান ক্রীড়াবিদের (ক্রিকেট) পুরস্কার নিজের হাতে তুলে নেন চাঁপাই এক্সপ্রেস। 

মেহেদী হাসান মিরাজ স্পোর্টস পারসন অব দ্য ইয়ার ২০২৪ সালের পুরস্কার পান। তবে পপুলার চয়েজ অ্যাওয়ার্ডে মিরাজ ও নাহিদকে পেছনে ফেলে পুরস্কার জিতেছেন জাতীয় নারী ফুটবল দলের ঋতুপর্ণা চাকমা। দর্শকের ভোটে এই পুরস্কার জিতেছেন ঋতুপর্ণা।  

বিজ্ঞাপন

পুরস্কার পেয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাহিদ রানা রানা বলেন, ‘পুরস্কার না, আমি সবসময় দেশের জন্য চিন্তা করি, দেশের জন্য খেলি। সে হিসেবে পুরস্কারের জন্য আমার ওতটা চিন্তা থাকে না। চিন্তা থাকে যে দেশের জন্য কীভাবে ভালো করা যায়।’ 

আরও পড়ুন

চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টে খেলবেন নাহিদ। এরপর প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাবেন তিনি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে মাঠে নামবেন ডান হাতি এই টাইগার পেসার। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এখনও এনওসি (অনাপত্তিপত্র) পাননি নাহিদ। সিলেট টেস্টের পর বোর্ড এনওসি দেবে বলে নিশ্চিত করেছেন তিনি। এ প্রসঙ্গে এই পেসার জানান, ‘বাংলাদেশ দলের টেস্ট সিরিজ আছে। সিরিজের একটা ম্যাচ খেলার পর বোর্ড এনওসি (অনাপত্তিপত্র) দেবে বলে আমার সঙ্গে কথা হয়েছে।’

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |