images

খেলা / ক্রিকেট

এবার রোনালদোসহ তিন খেলোয়াড়ের মোটা অঙ্কের জরিমানা

রোববার, ১৩ এপ্রিল ২০২৫ , ০৫:৩৫ পিএম

images

ফুটবল হোক বা ক্রিকেট কোনো খেলাতেই অনিয়মকে ছাড় দেওয়া হয় না। ফুটবলে যেমন শাস্তি হিসেবে ম্যাচ খেলা থেকে বহিষ্কার করা হয় ঠিক তেমনি ক্রিকেট খেলায় ম্যাচের পাশাপাশি আর্থিকভাবে জরিমানা করা হয়। ক্রিকেট খেলায় বল টেম্পারিং বা বলের আকৃতি পরিবর্তন করা একটা বড় অপরাধ। যে অপরাধের শাস্তি থেকে রেহাই পাননি বড় বড় ক্রিকেট তারকারা।

এবার বল টেম্পারিংয়ের মতো গুরুতর অভিযোগ উঠেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে। এই ঘটনায় দেশটির প্রথম শ্রেণির তিন ক্রিকেটারকে মোটা অঙ্কের জরিমানা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। এদের মধ্যে রোনালদো নামে এক ক্রিকেটার রয়েছেন। প্রথমে অপরাধ স্বীকার করেননি তিনি। পরে ম্যাচ রেফারির শুনানিতে দোষী সাব্যস্ত হন রোনালদো। দোষীদের তালিকায় আন্তর্জাতিক ক্রিকেট খেলা এক স্পিনার রয়েছেন।    

ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে গায়ানা হার্পি ঈগলস-ত্রিনিদাদ এন্ড টোবাগো রেড ফোর্সের চার দিনের ম্যাচের প্রথম দিনে এই ঘটনা ঘটে। বলের আকৃতি পরিবর্তন করায় গায়ানার খেলোয়াড় ভিরাসামি পারমলকে ম্যাচ ফির ৭৫ শতাংশ ও কেভলন অ্যান্ডারসনকে ৯০ শতাংশ জরিমানা করা হয়। পারমল ম্যাচের আচরণবিধির এক নম্বর ধারা ভেঙেছেন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সিডব্লিউআই। 

বাঁহাতি এই স্পিনার ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ২০১২ থেকে ২০২২ পর্যন্ত তিন ফরম্যাট মিলিয়ে ১৭ ম্যাচ খেলে ৩৯ উইকেট তুলে নেন। যার মধ্যে ৯ টেস্ট খেলে শিকার করেন ৩১ উইকেট। ৭ ওয়ানডে খেলে ৮ উইকেট পেলেও একটি টি-২০ খেলে কোনো উইকেটের দেখা পাননি।

ম্যাচের তৃতীয় দিন একই অপরাধ করেন অ্যান্ডারসন। তার বিপক্ষে মাঠের দুই আম্পায়ার অভিযোগ আনেন।যার ফলে ম্যাচ রেফারি মাইকেল রঘুনাথ তাকে শাস্তি দেন। অ্যান্ডারসন শাস্তি মাথা পেতে নেন বলে সিডব্লিউআই নিশ্চিত করেছে। 

আর সিডব্লিউআই আচরণবিধির ২.১-২.৫ অনুচ্ছেদ ভঙ্গের দায়ে রোনালদোকে শাস্তি দেন। কোনো খেলোয়াড় বা ম্যাচ কর্মকর্তার দিকে অযাচিতভাবে, বিপজ্জনকভাবে বল ছুড়ে মারার শাস্তি এটা। রোনালদো আলিমোহামেদকে ম্যাচ ফির ৬৫ শতাংশ জরিমানা করা হয়।   

আরও পড়ুন
ronaldo

রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয় 

প্রথমে ম্যাচ ফির ৬০ শতাংশ জরিমানা করা হয় রোনালদোকে।কিন্তু প্রথমে দোষ স্বীকার না করে নেওয়ার কারণে জরিমানা ৬০ শতাংশ থেকে বেড়ে ৬৫ শতাংশ করা হয়।  

গায়ানা-ত্রিনিদাদের এই ম্যাচ অবশ্য ড্র হয়। টস হেরে প্রথমে ব্যাট করে ২৪০ রানে অলআউট হয়ে যায় ত্রিনিদাদ। এরপর গায়ানা ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৪৬৩ রান করে। ২২৩ রানে পিছিয়ে থেকে ত্রিনিদাদ তাদের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৩৭০ রান করে ইনিংস ঘোষণা করে। ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গায়ানা মাত্র ১০ ওভার ব্যাটিং করতে পারে। কোনো উইকেট না হারিয়ে ৩৩ রান করে তারা। ফলে ম্যাচের ফলাফল ড্র হয়।

আরটিভি/এসকে/এস