ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয় 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৩ এপ্রিল ২০২৫ , ০৪:৫১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

সৌদি প্রো লিগে আবারও জোড়া গোলের দেখা পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার (১২ এপ্রিল) আল রিয়াদের বিপক্ষে দলকে ২-১ গোলের জয় এনে দেন তিনি। তাও দল যখন পিছিয়ে ছিলো। গত ম্যাচেও জোড়া গোলের দেখা পেয়েছিলেন এই পর্তুগিজ তারকা।

বিজ্ঞাপন

ম্যাচের শুরু থেকেই আল নাসরের খেলোয়াড়রা আক্রমণাত্মক ভাবে খেলতে থাকে। ম্যাচের ১৩ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগও পায় আল নাসর। ম্যাচের এই সময় কর্নার থেকে পাওয়া বল হেড করেন রোনালদো।কিন্তু সেই বল আল রিয়াদের গোলরক্ষক দক্ষতার সঙ্গে আটকে দেন। এরপর ৩০ মিনিটে রিয়াদের আল খাইবারির নেওয়া দূরপাল্লার শটে বড় পরীক্ষা দিতে হয় আল নাসরের গোলরক্ষককে।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে এগিয়ে যায় রিয়াদ। এবারও আল খাইবারির শট আটকে দিলে ফিরতি বলে ফাইজ সেলেমানি বল জালে পাঠিয়ে দেন। বিরতির পর খেলায় ফিরে আল নাসর। ম্যাচের ৫৬ মিনিটে সমতাসূচক গোলটি করে দলকে খেলায় ফিরিয়ে আনেন রোনালদো। সাদিও মানের ফ্রি-কিক থেকে পাওয়া বল ডান পায়ের কিকে গোল করেন সিআরসেভেন।     

বিজ্ঞাপন

খেলার সময় যখন ৬৪ মিনিট তখন দলকে লিড এনে দেন রোনালদো। ডি-বক্সের বাইরে থেকে রোনালদর নেওয়া জোরালো শটটি তাকিয়ে ড দেখা ছাড়া কিছুই করার ছিল না রিয়াদের গোলরক্ষকের। 

আরও পড়ুন

চলতি মৌসুমে ২৬ ম্যাচ খেলে ২৩ গোল ও ৩ অ্যাসিস্ট করা রোনালদোর মোট গোল সংখ্যা এখন ৯৩৩। গোলের এক হাজার মাইলফলক থেকে আর মাত্র ৬৭ গোল দূরে র‍য়েছেন তিনি।  

উল্লেখ্য, এই জয় নিয়ে ২৭ ম্যাচ খেলে ১৭ জয় ও ৬ ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে আল নাসর। এক ম্যাচ বেশি খেলে আল হিলালের পয়েন্ট ৫৮,দু'দলের মাঝখানে মাত্র এক পয়েন্টের ব্যবধান। লিগ টেবিলের শীর্ষে থাকা আল ইত্তিহাদের পয়েন্ট ৬৫। বর্তমানে ৩৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে আল রিয়াদ। 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |