images

খেলা / ফুটবল

এবার ফুটবলে ম্যাচসেরার পুরস্কার ভেড়ার বাচ্চা!

শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ , ০৫:০৬ পিএম

images

খেলা শেষে ম্যাচসেরার পুরস্কার হিসেবে নগদ অর্থ তুলে দেওয়া হয় খেলোয়াড়দের হাতে। কিন্তু এবার নরওয়ের ফুটবল ক্লাব ব্রাইন এফকে খেলোয়াড়দের পুরস্কৃত করার ক্ষেত্রে এক অভিনব পন্থা বেছে নিলো। গত মাসে ম্যাচসেরার পুরস্কার হিসেবে ক্লাবটির পক্ষ থেকে খেলোয়াড়দের হাতে দেওয়া হয় চার ট্রে ডিম। চলতি মাসের শুরুতে দেওয়া হয় কয়েক কার্টন দুধ। গত সোমবার রাতে তারা ম্যাচসেরা খেলোয়াড়ের হাতে তুলে দিয়েছে একটি ভেড়ার বাচ্চা! 

নরওয়ের শীর্ষ লিগ এলিটসেরিয়েনের হেগসুন্দের বিপক্ষে ব্রাইন এফকের ৩-১ গোলে জয় পাওয়ার পর ঘটনাটি ঘটে। দলের হয়ে পেনাল্টি থেকে প্রথম গোল করা এবং পুরো ম্যাচে দুর্দান্ত খেলা ২৭ বছর বয়সী অ্যাক্সেল ক্রাইগার ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন। আর পুরস্কার হিসেবে তার হাতে তুলে দেওয়া হয় ফুটফুটে সাদা একটি ভেড়ার বাচ্চা। ভেড়া কোলে ক্রাইগারের ছবি ব্রাইন এফকে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে। এরপরেই তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনা শুরু হয়।   

এমন অদ্ভুত পুরস্কার বিষয়ে ব্রাইন এফকে কর্তৃপক্ষ বলেন, এর পেছনে একাধিক কারণ রয়েছে। এক্ষেত্রে তারা ম্যাচসেরা খেলোয়াড়কে এমন একটি স্মৃতি উপহার দিতে চায় যা তিনি আজীবন মনে রাখবেন এবং যা ভক্ত-সমর্থকদেরও আনন্দ দেবে। এ ছাড়া এটি বিশ্ব ফুটবলে ক্লাবের একটি অনন্য পরিচিতি গড়ে তোলার প্রয়াস। ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ডের শৈশবের ক্লাব হিসেবে কিছুটা পরিচিতি থাকলেও, ১৯২৬ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি নিজেদের স্বতন্ত্র পরিচয় তৈরি করতে চায়। 

egg

তারা মনে করছে, এই ধরনের ব্যতিক্রমী পুরস্কার সহজেই সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করবে এবং ক্লাবের পরিচিতি বাড়াবে।

ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রাইগারের পাওয়া ভেড়াটিকে আপাতত স্থানীয় একটি কসাইখানায় (যার নাম কাকতালীয়ভাবে ‘হলান্ড কিওত’) প্রক্রিয়াজাত করে খামারে ফেরত পাঠানো হবে। গ্রীষ্মকাল জুড়ে ভেড়াটি রাইফিলকের মনোরম চারণভূমিতে বিচরণ করবে এবং দর্শকদের আনন্দ দিতে ও ক্রাইগারের সঙ্গে দেখা করাতে মাঝে মাঝে ব্রাইন স্টেডিয়ামেও আনা হবে। 

পরিকল্পনা অনুযায়ী, আগামী শরতের শেষ দিকে ক্রাইগারের কাছে ভেড়াটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন
FLINTOFF

মরে গেলে বেঁচে যাই, কেন এমন ভেবেছিলেন ফ্লিনটফ

ক্লাবের শিকড়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে। কারণ ব্রাইন শহরটি মূলত কৃষিপ্রধান এবং স্থানীয় অর্থনীতিতে ডিম, দুধ ও মাংস উৎপাদনের বিশেষ গুরুত্ব রয়েছে। ক্লাবের সমর্থকরাও নিজেদের ‘কৃষক’ পরিচয় নিয়ে গর্ববোধ করেন এবং মাঠে প্রায়ই ‘আমরা কৃষক এবং এ জন্য গর্বিত’ স্লোগান দেন। এমনকি মাঠের পাশে ট্রাক্টরে বসে খেলা দেখার জন্য বিশেষ টিকিটের ব্যবস্থাও আছে। তাই ডিম, দুধ বা ভেড়ার মতো পুরস্কার প্রদানের মাধ্যমে ক্লাবটি তাদের স্থানীয় কৃষি ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ততা আরও গভীর করতে চাইছে। 

আরটিভি/এসকে/এস