images

খেলা / ক্রিকেট

রেকর্ডবুকে নাম লেখালেন সূর্যকুমার যাদব

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ , ০৯:৫৪ এএম

images

রায়ান রিকেলটন ও সূর্যকুমার যাদব এই দুই ব্যাটারের কারণে রবিবার (২৭ এপ্রিল) আইপিএলের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে আগে ব্যাট করে ২১৫/৭ রান করে মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে লখনৌয়ের বিপক্ষে ৫৪ রানের বিশাল জয় তুলে নেয় পেয়েছে মুম্বাই। 

এই জয়ে রেকর্ডবুকে দুটি নাম লিখিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের প্রথম দল হিসেবে এই দিন ১৫০ জয়ের মাইলফলক ছুঁয়েছে  আইপিএলে সবচেয়ে বেশি শিরোপাজয়ী দলটি। দলের মাইলফলক ছোঁয়ার দিনে রেকর্ডবুকে নাম লিখিয়েছেন সূর্যকুমার যাদবও। সূর্যকুমার দ্রুততম ৪ হাজার রানের মাইলফলকে নিজের নাম লেখান।

লখনৌয়ের বিপক্ষে ২৮ বল খেলে ৪ ছক্কা ও ৪টি চারের সাহায্যে ৫৪ রান করেন সূর্য। সেই সাথে এই ইনিংস খেলতে গিয়ে ৪ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি।

২,৭১৪ বল খেলে ৪ হাজার রানের মাইলফলকে পৌঁছান মুম্বাইয়ের এই ব্যাটার। বলের হিসাব করলে ভারতের খেলোয়াড়দের মধ্যে এটি সবচেয়ে দ্রুততম। সব ক্রিকেটার মিলিয়ে এটি তৃতীয় দ্রুততম। সব চেয়ে কম বল খেলে ৪ হাজার রান ছুঁয়েছেন ক্রিস গেইল (২৫৬৮) ও এবি ডি ভিলিয়ার্স (২৬৫৮)। 

আরও পড়ুন
MAN_CITY

নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে এফএ কাপের ফাইনালে ম্যান সিটি

এই জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছে মুম্বাই। ১০ ম্যাচের মধ্যে ছয়টিতে জয় পেয়েচছে মুম্বাইয়ের দলটি। 

আরটিভি/এসকে/এআর